Deepika on Pregnancy: খুব তাড়াতাড়িই মা হচ্ছেন দীপিকা! ফ্যামিলি প্ল্যানিং নিয়ে বড় কথা ফাঁস, জানালেন রণবীরের ইচ্ছেও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সম্প্রতি কফি উইথ করণে সেই স্বপ্নের বিয়ের ভিডিয়ো সকলের সামনে এনেছিলেন করণ জোহর৷ রণবীর-দীপিকার বিয়ের পর ৫ বছর কেটে গিয়েছে৷ প্রায় সমসাময়িক সময়ে বিয়ে করা বিরাট-অনুষ্কার কোলে এসেছে ফুটফুটে ভামিকা৷ এখন দীপ-বীরের ফ্যানেদের অনেকেই জানতে চান, তাঁরা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ঠিক কী ভাবছেন?
advertisement
1/8

বলিউডের সর্বাধিক চর্চিত দম্পতিদের মধ্যে অন্যতম৷ দীপিকা পাড়ুকোণ এবং রণবীর সিং৷ ২০১২ সালে পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘গোলিয়ন কি রাসলিলা রামলিলার’ সেট থেকে প্রেমের শুরু৷ তারপর টানা ৬ বছর চুটিয়ে প্রেম৷ তারপরে ২০১৮ সালের ১৪ এবং ১৫ নভেম্বর ইতালিতে বিয়ে৷
advertisement
2/8
সম্প্রতি কফি উইথ করণে সেই স্বপ্নের বিয়ের ভিডিয়ো সকলের সামনে এনেছিলেন করণ জোহর৷ রণবীর-দীপিকার বিয়ের পর ৫ বছর কেটে গিয়েছে৷ প্রায় সমসাময়িক সময়ে বিয়ে করা বিরাট-অনুষ্কার কোলে এসেছে ফুটফুটে ভামিকা৷ এখন দীপ-বীরের ফ্যানেদের অনেকেই জানতে চান, তাঁরা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ঠিক কী ভাবছেন?
advertisement
3/8
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তা নিয়েই মুখ খুললেন দীপিকা পাড়ুকোন৷ জানালেন, রণবীরের মনের কথাও৷
advertisement
4/8
ভগ সিঙ্গাপুরকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রথমবারের মতো মা হওয়ার বিষয়ে কথা বলেছেন দীপিকা পাড়ুকোন। তিনি বলেন, ‘‘রণবীর এবং আমি দু’জনেই বাচ্চা ভালবাসি এবং আমরাও ফ্যামিলি শুরু করার জন্য অপেক্ষা করছি।’’
advertisement
5/8
দীপিকা বলেন, ‘‘সবার আগে আমি একজন মেয়ে, একজন বোন৷ আমি চাইনা এই পরিচয়টা কখনও বদলাক৷ আমার পরিবারই আমাকে মাটির সঙ্গে আঁকড়ে রাখে৷ আমি এবং রণবীরও আমাদের বাচ্চাকে এমনই শিক্ষা দিয়ে বড় করতে চাই৷’’
advertisement
6/8
দীপিকা জানান, যখনই তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, তাঁর কাকা-কামিমা, ফ্যামিলি ফ্রেন্ডস, যাঁদের সঙ্গে দীপিকা বড় হয়েছেন, তাঁরা সকলেই বলেন যে সেলেব্রিটি হওয়ার পরেও দীপিকার মধ্যে কোনও পরিবর্তন আসেনি৷ তাঁর সাথেও কেউ সেলেব্রিটির মতো ব্যবহার করেননা বলে জানান দীপিকা৷
advertisement
7/8
সাক্ষাত্কারের সময়, দীপিকা পাড়ুকোন বলেন, কীভাবে ভারতীয়েরা তাঁদের মূল্যবোধের জন্য এখনও বিশ্বজুড়ে স্বীকৃত। এই বিষয়টির জন্য তিনি গর্ববোধ করেন৷
advertisement
8/8
‘ফাইটার’ সিনেমার প্রথম গান ইতিমধ্যেই সামনে এসেছে৷ পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় প্রথম হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে৷ পরিচালক নাগ অশ্বিনের কল্কি ছবিতে প্রভাস ও অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যেতে পারে দাীপিকাকে।