TRENDING:

Bollywood Gossip: অফিসে ছিল দুটো মাত্র লোক, আর একটা বিছানা, দেখেই অভিনেত্রীর চক্ষু চড়কগাছ, তারপর...

Last Updated:
Bollywood Gossip: শিউরে ওঠার মতো ঘটনা যা ভয় পাইয়ে দেবে৷
advertisement
1/6
অফিসে ছিল দুটো মাত্র লোক, আর একটা বিছানা, দেখেই অভিনেত্রীর চক্ষু চড়কগাছ, তারপর.
#মুম্বই: বিখ্যাত অভিনেত্রী মানবী গাগরু (Maanvi Gagroo)  ২০০৭ সালে ডিজনি চ্যানেলের টেলিভিশন শো 'ধুম মাচাও ধুম' এর মাধ্যমে তার কেরিয়ার শুরু করেন। তিনি 'টিভিএফ পিচার্স', 'টিভিএফ ট্রিপলিং', 'মেড ইন হেভেন' এবং 'ফোর মোর শট প্লিজ'-এর মতো ওয়েব সিরিজে তাঁর  কাজের জন্য সকলের চর্চায় থাকেন। ২০১৯ সালে, একটি কমেডি ফিল্ম 'উজড়া চমন' 'অপ্সরা' -তেও তাঁর কাজের প্রশংসা হয়েছে৷
advertisement
2/6
'উজড়া চমন' ছবিতে বলিউড অভিনেতা সানি সিংয়ের বিপরীতে দেখা গিয়েছিল মানবীকে। এরপরে, তিনি ২০২০ সালে আয়ুষ্মান খুরানার চলচ্চিত্র 'শুভ মঙ্গল জাদা সাবধান'-কাজ করেছেন। ২০১৯ সালে, মানবী স্পটবয়কে দেওয়া তার একটি সাক্ষাৎকারে তাঁর সাথে ঘটে যাওয়া একটি ঘটনার উল্লেখ করেছিলেন, যা শুনে শিউড়ে উঠতে হয়। (ছবি সৌজন্যে: Instagram @maanvigagroo)
advertisement
3/6
সাক্ষাৎকারে মানবী জানান, প্রাথমিক পর্যায়ে কাজ খুঁজতে গিয়ে তাঁকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। একটি অডিশনের সময় নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি৷  কারও নাম না করে বলেন, একটি অডিশনে তাকে বারবার ধর্ষণের দৃশ্য রিটেক দিতে হয়েছিল৷ (ছবি সৌজন্যে: Instagram @maanvigagroo)
advertisement
4/6
অভিনেত্রী বলেছিলেন যে সাক্ষাত্কারে, মানবী বলেছিলেন যে তিনি একটি অডিশন থেকে পালিয়ে গিয়েছিলেন। এই অডিশনে তাকে একটি অফিসের মধ্যে  যৌন নির্যাতনের দৃশ্যে অভিনয় করতে বলা হয়৷    আশ্চর্যের বিষয় হল সেই সময় অফিসের মধ্যে মাত্র ২ জন পুরুষ উপস্থিত ছিল। তিনি এও জানান যে ওই ঘরে একটি বিছানাও ছিল। এসব দেখে সেখান থেকে পালিয়ে যান মানবী। (ছবি সৌজন্যে: Instagram @maanvigagroo)
advertisement
5/6
শুধু তাই নয়, কেরিয়ারের প্রথম দিকে আরও অনেক ঘটনার মুখোমুখি হন মানবী। তাঁর একটি সাক্ষাত্কারে, মানবী বলেছিলেন যে তিনি কাজের জন্য একজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন এবং এর বিনিময়ে তিনি মানবীকে অশ্লীল টেক্সট পাঠানো শুরু করেছিলেন। (ছবি সৌজন্যে: Instagram @maanvigagroo)
advertisement
6/6
আমি আপনাকে বলি, মানবী সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে দারুণ  অ্যাক্টিভ প্রতিদিন তার অ্যাকাউন্ট থেকে তার সর্বশেষ ছবি শেয়ার করে থাকে। এছাড়াও ৫ লক্ষের বেশি মানুষ ইনস্টাগ্রামে মানবীকে অনুসরণ করেন। এই কারণে, তারা তাদের ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। (ছবি সৌজন্যে: Instagram @maanvigagroo)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: অফিসে ছিল দুটো মাত্র লোক, আর একটা বিছানা, দেখেই অভিনেত্রীর চক্ষু চড়কগাছ, তারপর...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল