Amitabh Bachchan and Rekha Movie: ৪৪ বছর পরে অমিতাভ-রেখার রোমান্স! পাশে জয়া, রোজ ডে ফুটছে, প্রেমের সপ্তাহে টানটান উত্তেজনা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Amitabh Bachchan and Rekha Movie: ৪৪ বছর পরে অমিতাভ-রেখার রোমান্স! প্রেমের সপ্তাহে পরপর ধামাকা
advertisement
1/9

৪৪ বছর পরে ফের অমিতাভ রেখা রোমান্স করবেন? হ্যাঁ ১৯৮১ সালের ছবি, অমিতাভ বচ্চন, রেখা বড় পর্দায় বহু ছবিতে অভিনয় করেছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
2/9
বলিউডের বাম্পার ছবিতে বিগ বি, রেখার রসায়ন ৷ ছবির গানগুলিও মন ছুঁয়ে যাওয়ার মতই ছিল ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/9
সেই ছবিই অর্থাৎ সিলসিলা ফের সিনেমা হলে মুক্তি পেতে চলেছে, জয়া বচ্চন ও রেখা অভিনীত ছবিটি অত্যন্ত আইকনিক ছিল ৷ চার দশক পরেও দর্শকদের মনে আজও অটুট ভাললাগার সেই টান ৷ ভালবাসার সেই টান ৷ ফাইল ছবি ৷
advertisement
4/9
ভ্যালেন্টাইন সপ্তাহে বা প্রেমের সপ্তাহে রোজ ডে দিয়ে শুরু হয়েছে ৷ এই সপ্তহেই পুরনো এই ছবিটি মুক্তি পেতে চলেছে ৷ ফাইল ছবি ৷
advertisement
5/9
এই তালিকায় সিলসিলা ও চাঁদনি জায়গা পেয়েছে ৷ এই ছবি ন্যাশন্যাল ফিল্ম হেরিটেজের তকমা পেয়েছে ৷ এই ছবিই ফের মুক্তি পেতে চলেছে, প্রেমের সপ্তাহে ৷ ফাইল ছবি ৷
advertisement
6/9
ভ্যালেন্টাইন সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রোজ ডে ৭ ফেব্রুয়ারিতে ফের মুক্তি পেয়েছে সিলসিলা ৷ পিভিআর সিনেমা ঘরে এই ছবি মুক্তি পেতে চলেছে ৷ ফাইল ছবি ৷
advertisement
7/9
এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রেখা, শশী কাপুর অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে ৷ বিশেষত গানগুলি সুপারহিট ৷ আজও এই গান মুখে মুখে ঘোরে ৷ ফাইল ছবি ৷
advertisement
8/9
দেখা এক খোয়াব, ইয়ে কাঁহা আ গয়ে হাম, রঙ্গ বরসে ইত্যাদি গান অত্যন্ত জনপ্রিয় হয়েছে ১৯৮১ সালে মুক্তি পেয়েছে ছবিটি ৷ সুরকার শিব-হরি ৷ ফাইল ছবি ৷
advertisement
9/9
পিভিআর ইনস্টাগ্রামে পোস্ট করেছে ৷ প্রেমের সপ্তাহে বড়সড় ধামাকা ৷ এই ছবির জন্যই ভীষণ রূপে অপেক্ষা করছেন সবাই ৷ ফাইল ছবি ৷