Gauahar Khan Honeymoon: 'লভ ইন মস্কো', ঠোঁটে ঠোঁট রেখে হানিমুনে গওহার-জায়েদ!
- Published by:Raima Chakraborty
Last Updated:
করোনার কালবেলায় কিছুটা দেরিতে হলেও হানিমুনের (Gauahar Khan Honeymoon) মজা নিতে বিদেশে পাড়ি দিয়েছেন তাঁরা।
advertisement
1/6

ভালোবাসার ঠিকানা রাশিয়ার মস্তোকে। আর সেখানেই হানিমুনে গিয়েছেন অভিনেত্রী গওহার খান (Gauahar Khan) ও তাঁর স্বামী জায়েদ দরবার (Zaid Darbar)। বলিউডের এই নতুন দম্পতি কিছুদিন আগেই চারহাত এক করেছেন। করোনার কালবেলায় কিছুটা দেরিতে হলেও হানিমুনের (Gauahar Khan Honeymoon) মজা নিতে বিদেশে পাড়ি দিয়েছেন তাঁরা।
advertisement
2/6
সোমবারের সকালে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং গওহার-জায়েদের প্রেমকাহিনী। কারণ, রাশিয়া থেকে নিজেদের হানিমুনের একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। হলুদ টপ ও নীল ডেনিম জিন্সে দেখা গিয়েছে নায়িকাকে। অন্যদিকে, খয়েরি সোয়েটশার্ট ও ম্যাচিং প্যান্টে যোগ্য সঙ্গত দিচ্ছেন স্বামী জায়েদও।
advertisement
3/6
একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে ভক্তদের ভালোবাসার বার্তা দিয়েছেন গওহর। ছবিগুলি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'লভ ইন মস্কো'। সেন্ট বালিস ক্যাথিড্রালের সামনে দাঁড়িয়ে নিজেদের প্রেমের ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। ক্যাপশনে রয়েছে লাল হৃদয়ের ইমোজিও।
advertisement
4/6
মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের জীবনের টুকরো খবর শেয়ার করেন গওহর খান। নিজেদের বিয়ের ৬ মাস সেলিব্রেশনের উপলক্ষেও একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। ভিডিও শেয়ার করে জায়েদের উদ্দেশে সেখানে লিখেছিলেন, 'আমার জীবনের সেরা ৬ মাস, আমি তোমাকে ভালোবাসি।'
advertisement
5/6
২০২০ সালের নভেম্বরে এনগেজমেন্ট করেছিলেন গওহর খান ও জায়েদ দরবার। এর পর ২৫ ডিসেম্বর বিয়ে করেন তাঁরা।
advertisement
6/6
টেলিভিশন থেকে বলিউড ফিল্ম, এমনকী মডেলিংয়েও জনপ্রিয় গওহর খান। তাঁকে শেষ দেখা গিয়েছে অ্যামাজন প্রাইমের 'তাণ্ডব' সিরিজে।