Kartik Aaryan Sara Ali Khan: বহুদিন পর ফ্রেমবন্দি বলিপাড়ার চর্চিত যুগল! ‘প্রাক্তন’ কার্তিকের বাড়ির গণেশ পুজোয় সারা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কার্তিকের বাড়ির গণেশ পুজোয় দেখা গেল একসময়ের চর্চিত বান্ধবী সারা আলি খানকে।
advertisement
1/6

মহাসমারোহে গণপতি বাপ্পার আরাধনায় মেতে একাধিক বলি তারকা। গণেশ চতুর্থীকে কেন্দ্র করে পুজোর মেজাজ বলিউডের অন্দরে। শিল্পা শেট্টি, অক্ষয় কুমার থেকে শুরু করে কার্তিক আরিয়ান, বহু বলিতারকাই নিজের বাড়িতে গণেশ পুজোর আয়োজন করেছিলেন। কার্তিকের বাড়ির গণেশ পুজোয় দেখা গেল একসময়ের চর্চিত বান্ধবী সারা আলি খানকে।
advertisement
2/6
কার্তিক আরিয়ানের বাড়ির গণেশ পুজোয় যথারীতি দেখা গিয়েছে তারকা সমাবেশ। ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা, অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, কবির খান, মিনি মাথুর, ভূষণ কুমার, রাজ শান্ডিল্য এবং জ্যাকি ভাগনানি-সহ কন্যা রাশা থন্ডানির সঙ্গে পৌঁছেছিলেন রবিনা ট্যান্ডনও। তবে বিশেষ ভাবে নজর কেড়েছেন সারা আলি খান।
advertisement
3/6
‘লভ আজ কাল’ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সারা এবং কার্তিক। শোনা যায় পর্দার প্রেম গড়িয়ে ছিল বাস্তবেও। দু'জনের কেউই অবশ্য নিজে মুখে কখনও সম্পর্কের কথা স্বীকার করেননি।
advertisement
4/6
তবে কার্তিক-সারার চর্চিত প্রেমের খবরে একসময় মশগুল ছিল বলিপাড়ার অন্দরমহল। অবশ্য সূত্রের খবর অনুযায়ী বেশিদিন আয়ু ছিল না এই সম্পর্কের। কিছুদিন পরই শোনা যায় ‘ব্রেক আপ’ হয়ে গিয়েছে দু'জনের।
advertisement
5/6
এরপর থেকেই একে অপরকে এড়িয়ে চলতেন সারা এবং কার্তিক। ব্রেক আপের গুঞ্জন সামনে আসার বহুদিন পর এই গণেশ পুজোয় একসঙ্গে দেখা গেল যুগলকে।
advertisement
6/6
কার্তিকের বাড়ির গণেশ পুজোয় তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেন রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা। সেই ছবিতেই পাশাপাশি দেখা গেল সারা এবং কার্তিককে।