‘লাস্ট স্টোরিজ’-এর পর জীবনটা আরও উত্তেজনাময় হয়েছে’: কিয়ারা আডবানি
Last Updated:
advertisement
1/6

• ‘লাস্ট স্টোরিজ’ ৷ নেটফ্লিক্সের এই ওয়েব সিনেমা তাঁর জীবনে একটা মাইলস্টোনের মতো ৷ এই ছবিই যে তাঁর জীবন বেশ খানিকটা বদলে দিয়েছে তা স্বীকার করে নিলেন কিয়ারা আডবানি ৷
advertisement
2/6
• ‘লাস্ট স্টোরিজ’-এর পর ‘গুড নিউজ’ এবং ‘কলঙ্ক’-এ দেখা যাবে কিয়ারাকে ৷ আরও বেশ কয়েকটি ভাল ভাল প্রজেক্টের কথা চলছে ৷ ফের কিয়ারাকে পর্দায় দেখা জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরাও ৷
advertisement
3/6
• কিয়ারার দাবি, ওই ছবির পর থেকেই সম্পূর্ণ পাল্টে গিয়েছে তাঁর জীবন ৷ সম্প্রতি পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘লাস্ট স্টোরিজ’ করার পর থেকেই জীবনটা আরও উত্তেজনাময় হয়েছে ৷ দারুণ সমস্ত অফারও নাকি আসছে তাঁর কাছে ৷ আর তা নিয়ে যথেষ্ট উত্তেজিত নায়িকা ৷ (Image: Viral Bhayani)
advertisement
4/6
• চারজন পরিচালকের চারটি গল্প নিয়ে ‘লাস্ট স্টোরিজ’ ৷ এর মধ্যে করণ জোহর পরিচালিত সর্বশেষ গল্পটিতে অভিনয় করেছিলেন কিয়ারা ৷ তাঁর বিপরীতে ছিলেন ভিকি কৈশল ৷ কিন্তু ছবি মুক্তির আগেই কিয়ারার হস্তমৈথুনের একটি দৃশ্য ভাইরাল হয়ে যায় ৷ তবে ওই দৃশ্যটি ছাড়াও কিয়ারার অভিনয় যথেষ্ট প্রসংশিত হয়েছিল ৷ (Image: Viral Bhayani)
advertisement
5/6
• ‘লাস্ট স্টোরিজ’ মুক্তির আগে থেকেই তাঁর চরিত্রটি নিয়ে শুরু হয়েছিল নানা বিতর্ক ৷ আর এই বিতর্কের মূলে ছিল একটি মাস্টারবেটিংয়ের দৃশ্য ৷ (Image: Viral Bhayani)
advertisement
6/6
• ‘ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি’-তে সাক্ষীর ভূমিকায় তাঁর অভিনয় নজর কেড়েছিল ৷ কিন্তু ‘লাস্ট স্টোরিজ’ তাঁকে অন্যরকম জনপ্রিয়তা এনে দিল ৷