প্রথমবার প্রকাশ্যে এল সুরভিন চাওলার মেয়ে ইভার ছবি, দেখুন ফোটো অ্যালবাম
Last Updated:
advertisement
1/7

• ২০১৫ সালে ইতালিতে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী সুরভিন চাওলা ও ব্যবসায়ী অক্ষয় ঠাক্কর। কিন্তু কাকা-পক্ষীও জানতে পারেনি ‘হেট স্টোরি’খ্যাত এই তারকার বিয়ের কথা। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/7
• সম্প্রতি মা হয়েছেন সেই অভিনেত্রী ৷ গত শুক্রবার একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/7
• সুরভিন ও তাঁর স্বামী অক্ষয় ঠক্কর তাঁদের সদ্যজাত কন্যাসন্তানের নাম রেখেছেন ইভা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
• ইনস্টাগ্রামে তাঁদের মেয়ের ছোট্ট দু’টি পায়ের ছবি পোস্ট এই সুসংবাদটি জানিয়েছিলেন অভিনেত্রী ৷ সেই ছবির ক্যাপশনে সুরভিন লেখেন,‘‘এখন ছোট্ট ছোট্ট জুতোগুলো ছোট্ট পা দুটোকে অনুভব করতে তৈরি ৷ আমাদের পরিবারে আশীর্বাদসরূপ এসেছে নতুন সদস্য ৷ তোমায় স্বাগত আমাদের কন্যা ইভা ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
• এবার সেই কন্যাকে ঘরে নিয়ে চললেন নায়িকা ৷ সেই ছবিই এল প্রকাশ্যে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/7
• সাদা সুতির ড্রেস আর সাদা স্নিকার্সে মিষ্টি লাগছিল নতুন মা’কে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
• অন্যদিকে, স্বামী অক্ষয়ের হাতে ছিল ইভার জন্য সুন্দর একটি বেবি কট ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷