Father's Day 2021: করিনা থেকে ইয়ামি, সিদ্ধার্থ থেকে আয়ুষ্মান! বাবাকে ভালোবেসে লিখলেন...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বলিউডের একাধিক সেলিব্রিটিও এদিন বাবাদের (Father's Day 2021) সম্মান ও ভালোবাসা জানিয়ে পোস্ট করলেন ছবি। বার্তা দিলেন ভালোবাসার।
advertisement
1/6

বিশ্বজুড়ে ২০ জুন ২০২১ পালিত হচ্ছে ফাদার্স ডে, অর্থাৎ পিতৃ দিবস (Father's Day 2021)। এমন দিনে বাবার মতো জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষকে বিশেষ কিছু না বলে পারা যায়। বলিউডের একাধিক সেলিব্রিটিও এদিন বাবাদের সম্মান ও ভালোবাসা জানিয়ে পোস্ট করলেন ছবি। বার্তা দিলেন ভালোবাসার। আবেগঘন পোস্ট করলেন সদ্য বিবাহিতা ইয়ামি গৌতম। বিয়ের দিনেই বাবাকে জড়িয়ে রাখা একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। ঝলমলে ছবিতে ধরা দিয়েছে তাঁদের বাবা-মেয়ের জুটির বাঁধন।
advertisement
2/6
তালিকায় রয়েছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নেহা কক্কড়। বাবাকে জড়িয়ে আদর করার দু'টি ছবি শেয়ার করেছেন নেহা।
advertisement
3/6
করিনা কাপুর খান ছবি শেয়ার করেছেন বাবা রণধীর কাপুরের সঙ্গে। পাশেই তাঁদের সঙ্গে রয়েছেন সইফ আলি খানও। এক ঢিলে দুই পাখি মেরে করিনা ক্যাপশনে লিখেছেন, 'সুপারহিরোজ'। অর্থাৎ, নিজের বাবা ও নিজের সন্তানের বাবা সইফকে একবারে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
advertisement
4/6
পিতৃ দিবসে বাবার সঙ্গে নিজের ছোটবেলার একটি দুর্লভ ছবি শেয়ার করেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সিদ্ধার্থ ছবি শেয়ার করে লিখেছেন, 'আমাদের জাহাজের ক্যাপটেন। যে কোনও পরিস্থিতিতে যিনি সামলে নিয়ে গিয়েছেন আমাদের।' বাবা সুশীল মালহোত্রাকে এভাবেই ভালোবাসার কথা জানিয়েছেন সিদ্ধার্থ।
advertisement
5/6
আয়ুষ্মান খুরানাও এদিন বাবার পুরনো সাদা-কালো ছবি শেয়ার করেছেন। বিরাট একটি নোট লিখে আয়ুষ্মান ব্যক্ত করেছেন কী ভাবে তাঁর জীবনে বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক হয়ে ছিলেন তাঁর বাবা।
advertisement
6/6
এদিন বাবাকে ভালোবেসে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর ও ছোট মেয়ে খুশি। একসঙ্গে দুই মেয়ে বাবার সঙ্গে বসে ছবি তুলে পোস্ট করেছেন। তারই সঙ্গে বাবার একটি মজার ভিডিও পোস্ট করেছেন জাহ্নবী। নিজেদের সবচেয়ে ভাগ্যমতী উল্লেখ করেছেন বনি কাপুরের মেয়ে হতে পারার জন্য।