TRENDING:

Bollywood Gossip: সাফল্য মাথায় চেপে বসল, ১৭ বছরেই প্রেগন্যান্ট বলি নায়িকা! গোপন তথ্য ফাঁস করেন ছবির হিরো

Last Updated:
বলিউডের নায়িকা মানেই তাঁকে জড়িয়ে নানা গুঞ্জন৷ এমনই এক নায়িকা যিনি কেরিয়ারে অত্যন্ত সফল হয়েও ব্যক্তিগত জীবনে ঘটিয়েছেন নানা কাণ্ড! মাত্র ১৭ বছরেই গর্ভবতী হন নায়িকা৷ এই খবর জানিয়ে বোমা ফাটিয়েছিলেন তাঁর প্রথম ছবির হিরো!
advertisement
1/9
সাফল্য মাথায় চেপে বসল, ১৭ বছরেই প্রেগন্যান্ট বলি নায়িকা! গোপন তথ্য ফাঁস হিরোর
এখনকার সব নায়িকা সময় মতো বিয়ে করে সংসার পাতছেন৷ সন্তান জন্মের পরও স্বাভাবিক নিয়মেই তাঁর অভিনয় করেন৷ এটাই লেটেস্ট ট্রেন্ড৷ তবে একটা সময় ছিল যখন সংসার-সন্তান থাকা নায়িকারা থাকতেন বলিউডের বাইরেই৷ অর্থাৎ তাঁরা অভিনয় জগৎ থেকে দূরে থাকতেন৷ এমনই হয়েছিল ১৭ বছরে প্রেগন্যান্ট হওয়া নায়িকার সঙ্গে৷
advertisement
2/9
বলিউডের নায়িকা মানেই তাঁকে জড়িয়ে নানা গুঞ্জন৷ এমনই এক নায়িকা যিনি কেরিয়ারে অত্যন্ত সফল হয়েও ব্যক্তিগত জীবনে ঘটিয়েছেন নানা কাণ্ড! মাত্র ১৭ বছরেই গর্ভবতী হন নায়িকা৷ এই খবর জানিয়ে বোমা ফাটিয়েছিলেন তাঁর প্রথম ছবির হিরো!
advertisement
3/9
১৮ পার না করেই গর্ভবতী হন যে নায়িকা তিনি বিয়ে করে ঘর পাতেন ১৫ বছরের বড় সুপারস্টারের সঙ্গে৷ বিয়ের আগে তিনিও ছিলেন সকলের নয়নের মণি, তবে বিয়ের পর অনেকদিন কাজ করেননি৷ সংসার সামলেছেন, সন্তানদের মানুষ করেছেন৷ তবে ৯ বছর সংসারের পর তাঁরা আলাদা হন৷
advertisement
4/9
কে এই নায়িকা, যিনি আজও বলিউডে কাজ করছেন পুরোদমে!ধনী বাবা-মায়ের মেয়ে যিনি শৈশব থেকেই নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু সেই সময়ে তিনি বাস্তব জীবনেও প্রেমে পড়েছিলেন।
advertisement
5/9
ডিম্পল কাপাডিয়া, বলিউডের অত্যন্ত জনপ্রিয় নায়িকা। বাবার সাহায্যে সিনেমার জগতে পা রাখেন৷ ১৪ বছর বয়সেই বলিউড প্রযোজক-পরিচালক রাজ কাপুর তাঁকে নিজের ছবিতে লঞ্চ করেন৷ ১৯৭৩ সালে ববি ছবিতে ঋষি কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন ডিম্পল।
advertisement
6/9
প্রথম ছবিতেই জনপ্রিয়তার শিখরে ওঠেন ডিম্পল৷ ১৯৭৩ সালে ববি মুক্তির কিছুদিন আগে, ডিম্পল তাঁর থেকে ১৫ বছরের বড় অভিনেতা রাজেশ খান্নাকে বিয়ে করেন এবং অভিনয় ছেড়ে দেন।
advertisement
7/9
ডিম্পল কাপাডিয়া যখন বিয়ে করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর৷ ১৭ বছর বয়সে গর্ভবতীও হন তিনি এবং তারপর টুইঙ্কলের জন্ম হয়। এরপর তাঁর দ্বিতীয় সন্তান রিঙ্কির জন্ম হয়৷
advertisement
8/9
বিয়ের করে ডিম্পল ছিলেন খুবই খুশি৷ বলিউডকে বিদায় জানাতে তাঁর একবারেও কষ্ট হয়নি৷ কারণ সুপারস্টার রাজেশ খান্নার জন্য প্রেমে পাগল ছিলেন ডিম্পল৷ এবং তাঁকে বিয়ে করে ডিম্পল যেন হাতে স্বর্গ পান৷ ফলে বিয়ে করে সুখে সংসার করাই ছিল তাঁর উদ্দেশ্য৷ যদিও বিয়ের ৯ বছরের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়৷ তবে আলাদা হন ডিম্পল-রাজেশ৷ সন্তানদের কথা ভেবে তাঁরা বিবাহবিচ্ছেদ করেননি৷
advertisement
9/9
১৯৮৪-এ বিচ্ছেদের পর আবার ছবিতে ফিরে আসেন ডিম্পল৷ এক বছর পর মুক্তি পাওয়া সাগর ছবির মাধ্যমে তিনি কামব্যক করেন৷ সেই থেকে ফের শুরু হয় তাঁর বলিউড ইনিংস যা এখনও চলছে৷ নিজেকে হিন্দি সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ডিম্পল কাপাডিয়া৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: সাফল্য মাথায় চেপে বসল, ১৭ বছরেই প্রেগন্যান্ট বলি নায়িকা! গোপন তথ্য ফাঁস করেন ছবির হিরো
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল