TRENDING:

গোপনে সুচিত্রা সেনকে ভাল বাসতেন সঞ্জীব কুমার! বলিউডের কিংবদন্তি পরকীয়ার আরও কিছু গল্প!

Last Updated:
advertisement
1/9
গোপনে সুচিত্রা সেনকে ভাল বাসতেন সঞ্জীব কুমার! বলিউডের কিংবদন্তি পরকীয়ার আরও কিছু গল্প!
রাজ কাপুর ও নার্গিসের প্রেমের কথা কে না জানে! রাজ কাপুর বিয়ে করেছিলেন কৃষ্ণা খান্নাকে। কিন্তু তারপরেও প্রেমে পড়েছিলেন নার্গিসের। নার্গিসের আসল নাম ফাতিমা রাশিদ। 'আওয়ারা', 'শ্রী ৪২০'-এ বার বার সেই প্রেম ফুটে উঠেছে পর্দায়। photo source collected
advertisement
2/9
১৯৭৬-এ দুলাল গুহর ছবি 'দো অনজানে'-তে কাজ করার সময় থেকেই প্রেমে পড়েছিলেন অমিতাভ- রেখা। তবে সে প্রেম নিয়ে কথা যতই হোক তাঁদের প্রেমও টেকেনি। জয়া বচ্চন সে প্রেম টিকতে দেননি। photo source collected
advertisement
3/9
'তুম হাসিনা ম্যায় জওয়ান'-এর সেটে প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্র- হেমা মালিনি। ধর্মেন্দ্রর তখনকার স্ত্রী প্রকাশ কৌর মেনে নিতে পারেননি। তিনি ডিভোর্স দেননি ধর্মেন্দ্রকে। হিন্দু মতে একটা বিয়ে থাকলে আর একটা বিয়ে করা যায় না। তাই ধর্ম বদলে তাঁরা বিয়ে করে নেন। তাঁদের প্রেম যে সত্যি ছিল তা তাঁরা সময় দিয়ে প্রমাণ করেছেন। photo source collected
advertisement
4/9
'জাগ উঠা ইনসান'-এর সেটে শ্রীদেবী প্রেমে পড়েছিলেন মিঠুনের। মিঠুন তখন যোগিতা বালিকে বিয়ে করেছেন। তারপরও চুটিয়ে প্রেম করেন তাঁরা। কিন্তু এই প্রেম পরিনতি পাইনি। শ্রীদেবী পড়ে বিয়ে করেন বনি কাপুরকে। শ্রীদেবী মারা যাওয়ার পর গভীর মন কষ্টে ভোগেন মিঠুন। photo source collected
advertisement
5/9
রিনা রায় ও শত্রুঘ্ন সিনহার প্রেমও কিন্তু পরিনতি পাইনি। তাঁদের প্রেম সারা জীবনের জন্য গোপন পরকীয়া হয়ে থেকে গেল। শত্রুঘ্ন-পুনমের সংসার আজও টিকে আছে। photo source collected
advertisement
6/9
৯৭৭ সাল থেকে বিবাহিত মহেশ ভাটের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন পরভিন ববি। কিন্তু তাঁদের প্রেমও কোনও পরিনতি পাইনি। পরভিনের মৃত্যুর সময়ও পাশে ছিল না কেউ! photo source collected
advertisement
7/9
দেব আনন্দ জিনত আমনের প্রেমও ছিল বলিউডের চর্চিত বিষয়। কিন্তু এই পরকীয়াও দানা বাঁধেনি। হারিয়ে গিয়েছে কালের নিয়মে। photo source collected
advertisement
8/9
সঞ্জীব কুমার প্রেমে পড়েছিলেন সুচিত্রা সেনের। প্রথম দিকে সেই প্রেমকে মেনে নিলেও পড়ে তা আজ স্বীকার করেননি সুচিত্রা। কিন্তু তাতে কী সেই সময়ে সকলের মুখে মুখে ঘুরত তাঁদের প্রেম-কথা। photo source collected
advertisement
9/9
রাজেশ খান্না প্রেমে পড়েছিলেন টিনা মুনিমের। বয়সে অনেক ছোট ছিলেন টিনা। ডিম্পলকে বিয়ে করার পরই এই প্রেমের শুরু খান্না সাহেবের জীবনে। তবে বহু-চর্চিত হলেও এই প্রেমও হারিয়ে গিয়েছে কালের নিয়মে। photo source collected
বাংলা খবর/ছবি/বিনোদন/
গোপনে সুচিত্রা সেনকে ভাল বাসতেন সঞ্জীব কুমার! বলিউডের কিংবদন্তি পরকীয়ার আরও কিছু গল্প!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল