Ajay Devgn: কখনওই এই অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেননি অজয় দেবগন; কারণ জানলে অবাক হয়ে যাবেন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
এতদিনের ফিল্মি কেরিয়ারে বহু অভিনেত্রীর সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছেন অজয়। তাঁর আর টাবুর জুটি তো ভক্তমহলে খুবই জনপ্রিয়!
advertisement
1/6

ইতিমধ্যেই সামনে এসেছে ‘সিংহম এগেইন’ ছবিতে অজয় দেবগনের ফার্স্ট লুক। সেখানে অভিনেতাকে দেখে ভক্তদের মনে উন্মাদনা কয়েক গুণ বেড়ে গিয়েছে। ‘ফুল অওর কাঁটে’ ছবির হাত ধরে পদার্পণ করেছিলেন বি-টাউনে। সেই শুরু। এরপর ধীরে ধীরে নিজের জমি শক্ত করে নেন তিনি। তবে কেরিয়ারের প্রথম দিকে অবশ্য অ্যাকশন হিরো হিসেবেই তাঁর খ্যাতি ছিল। তবে ধীরে ধীরে অ্যাকশন হিরোর অবতার ছেড়ে বেরিয়ে নিজেকে বলিষ্ঠ অভিনেতা হিসেবে বলিউডে প্রতিষ্ঠা করেছেন অজয় দেবগন।
advertisement
2/6
বর্তমানে তিনি ‘সিংহম এগেইন’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত।আজকের দিনের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম অজয় দেবগন। তাঁর অভিনীত ৫টি ছবি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। অভিনেতা হিসেবে এতটা সাফল্য পেয়েছেন ঠিকই। তবে অভিনেতা নয়, বরং পরিচালক হতে চেয়েছিলেন অজয়। যেটা খুব কম মানুষই জানে। এতদিনের ফিল্মি কেরিয়ারে বহু অভিনেত্রীর সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছেন অজয়। তাঁর আর টাবুর জুটি তো ভক্তমহলে খুবই জনপ্রিয়!
advertisement
3/6
তবে একজন অভিনেত্রীর সঙ্গে কখনওই কাজ করেননি অভিনেতা। বরং সব সময় তাঁর থেকে দূরত্ব বজায় রেখেছেন।সেই অভিনেত্রী আর কেউই নন, তাঁর নাম শ্রীদেবী। আসলে শ্রীদেবী-অমিতাভ বচ্চন অভিনীত ‘খুদা গাওয়াহ’ ছবি থেকে বাদ পড়েছিলেন অজয় দেবগন। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘খুদা গাওয়াহ’ ছবির মাধ্যমেই যেন ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন লেডি সুপারস্টার শ্রীদেবী!
advertisement
4/6
বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, এই ছবিতে প্রথমে সাইন করেছিলেন অজয়। কিন্তু পরে তাঁকে সরিয়ে দক্ষিণী অভিনেতা নাগার্জুনকে আনা হয়। অজয় ভেবেছিলেন যে, এই সিদ্ধান্তের পিছনে শ্রীদেবীর হাত রয়েছে। এমনকী এ নিয়ে গুজবও রটে যায়। ফলে তাঁর উপর ক্ষুব্ধ হন অভিনেতা। আর এহেন ঘটনার পরে অজয় আর অভিনেত্রীর সঙ্গে কোনও কাজ না করার সিদ্ধান্ত নেন।
advertisement
5/6
১৯৯৩ সালে শ্রীদেবী এই অভিযোগ নস্যাৎ করে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, “কোনও ছবি থেকে কেন আমি কাউকে বাদ দেব? এমনকী আমি এ-ও জানতাম না যে, তিনি (অজয়) ওই ছবিতে সাইন করেছেন।” অভিনেত্রী আরও বলেন, “ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের কাস্ট করার দায়িত্ব নির্মাতাদের। আর আমি সেটাই করি, যেটা নির্মাতারা আমাকে করতে বলেন।”
advertisement
6/6
সেই সঙ্গে এই ছবি থেকে অজয়কে সরানোর অভিযোগও তিনি উড়িয়ে দিয়েছিলেন।তবে আর এক অভিনেতাও কিন্তু শ্রীদেবীর বিরুদ্ধে এহেন অভিযোগ এনেছেন। ১৯৯৩ সালের এক সাক্ষাৎকারে অভিনেতা চাঙ্কি পাণ্ডে জানিয়েছিলেন যে, শ্রীদেবী তাঁকে দু’টি ছবি থেকে বাদ দিয়েছেন।