IN PICS: প্রকাশ্যে ধড়কের ট্রেলার, অনুষ্ঠানে হাজির বলিউডের তারকারা
Last Updated:
advertisement
1/13

আজ মুক্তি পেল জাহ্নবী-ঈশান জুটির প্রথম ছবি 'ধড়ক'-এর ট্রেলার। 'ধড়ক'-এর ট্রেলার লঞ্চ ঈশান খট্টর ও জাহ্নবী (Image: Viral Bhayani)
advertisement
2/13
'ধড়ক'-এর ট্রেলার লঞ্চে সপরিবারে উপস্থিত ছিলেন সঞ্জয় কাপুর (Image: Viral Bhayani)
advertisement
3/13
দুই মেয়ে জাহ্নবী ও খুশি-কে নিয়ে বনি কাপুর (Image: Viral Bhayani)
advertisement
4/13
'ধড়ক'-এর ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন ঈশান খট্টরের মা নীলিমা আজিম (Image: Viral Bhayani)
advertisement
5/13
'ধড়ক'-এর ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন মোহিত মারওয়া (Image: Viral Bhayani)
advertisement
6/13
শ্রীদেবী যদি বেঁচে থাকতেন, তাহলে হয়তো অঝোরে কেঁদে ফেলতেন ৷ হয়তো জাহ্নবীকে কাছে ডেকে জড়িয়ে ধরতেন ৷ চুমু খেতেন৷ কারণ, এই দিনটার জন্যই তো তিনি অপেক্ষা করছিলেন, তিল তিল করে তৈরি করছিলেন তাঁর মেয়ে জাহ্নবীকে ৷ কিন্তু তা আর হল কই? তার আগেই শ্রীহীন কাপুর ফ্যামিলি ৷ (Image: Viral Bhayani)
advertisement
7/13
কাপুর ফ্যামিলিতে এখন আনন্দের রেশ ৷ সঙ্গে অল্প দুঃখ তো রয়েইছে ৷ তবে ‘ধড়ক’-এর ট্রেলারে জাহ্নবীকে দেখে গোটা বলিউড উচ্ছ্বসিত ৷ আর উচ্ছ্বাস থাকবেই না কেন, শ্রীদেবীর মায়াবী চোখের চাউনির হালকা ইশারা তো রয়েইছে জাহ্নবীর চোখে ৷ (Image: Viral Bhayani)
advertisement
8/13
করণ জোহরের সঙ্গে 'ধড়ক'-এর পরিচালক শশাঙ্ক খৈতান (Image: Viral Bhayani)
advertisement
9/13
ছবির ট্রেলারে, কথাবার্তায়, হাবেভাবে বারবার জাহ্নবী জানান দিয়েছেন তিনি শ্রীদেবীর মেয়ে। সেই চাউনি, সেই ভঙ্গিমা ধরা পড়েছে জাহ্নবীর কথায় বার্তায়। (Image: Viral Bhayani)
advertisement
10/13
করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের প্রযোজিত ধড়ক (Image: Viral Bhayani)
advertisement
11/13
অন্যদিকে শাহিদ কাপুরের ভাই ইশান খট্টর ট্রেলারেই বুঝিয়ে দিলেন, তিনিও কী কামাল দেখাবেন ‘ধড়ক’ ছবিতে ৷ (Image: Viral Bhayani)
advertisement
12/13
ইতিমধ্যেই মাজিদ মাজিদি-র বিয়ন্ড দ্য ক্লাউড ছবিতে দর্শক পছন্দ করেছেন ইশানের অভিনয় ৷ এবার একেবারে অন্যভাবে বলিউডের পর্দায় ধরা দেবেন ইশান৷ (Image: Viral Bhayani)
advertisement
13/13
মারাঠি ছবি ‘সাইরাত’-এর বলিউড রিমেকই ধড়ক ৷ পরিচালক শশাঙ্ক খৈতান সাইরাতের গল্পকেই নতুন করে রূপ দিয়েছেন ৷ রাজস্থানকে প্রেক্ষাপট বানিয়ে ধড়ক সাইরাতের সাফল্যেকে ফের নতুন করে বক্স অফিসে নিয়ে আসবে, এমনটাই আশা করছেন প্রযোজক করণ জোহর ৷ ছবিটি মুক্তি পাবে ২০ জুলাই ৷ (Image: Viral Bhayani)