দীপিকার কোঙ্কনী বিয়ের শাড়ি ডিজাইন করেননি, নিজেই জানালেন সব্যসাচী
Last Updated:
advertisement
1/5

• বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়কেই ভরসা করেছেন রণবীর-দীপিকা ৷ তাঁদের ফেয়ারিটেল ওয়েডিংয়ের সমস্ত পোশাকই বিশেষভাবে ডিজাইন করেছেন সব্যসাচী ৷ এতদিন তেমনটাই জানা গিয়েছিল ৷ এবার অবশ্য ভুল ভাঙল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/5
• সব্যসাচী নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন সেই রহস্য ৷ নিজেই জানালেন, দীপিকার কোঙ্কনী বিয়ের শাড়ি তাঁর ডিজাইন করা নয় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/5
• কোঙ্কনী বিয়েতে হোয়াইট-গোল্ডেন কম্বিনেশনের পোশাক বেছে নিয়েছিলেন দীপ-বীর ৷ এতদিন জানা গিয়েছিল, সমস্ত পোশাকের মতই এটাও সব্যসাচীর এক্সক্লুসিভ ডিজাইন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/5
• কিন্তু এবার জানা গেল, সেই শাড়িটি মেয়েকে বিয়েতে উপহার দিয়েছিলেন দীপিকার মা উজ্জ্বলা পাড়ুকোন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/5
• শাড়িটি কেনা হয়েছে বেঙ্গালুরুর ‘Angadi Galleria’ থেকে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷