কান চলচ্চিত্র উৎসব ২০১৯-এ সবার নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন! দেখুন ছবি...
Last Updated:
advertisement
1/5

চলছে ৭২তম কান চলচ্চিত্র উৎসব ২০১৯। সেখানে সারা বিশ্বের অভিনেতা অভিনেত্রীরা পরিচালকরা ভিড় জমিয়েছেন। ভারত থেকে এবার কানে গিয়েছেন কঙ্গনা রানাওত, হিনা খান ও দীপিকা পাড়ুকোন। তবে সবার থেকে বেশি নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন। photo source collected
advertisement
2/5
বৃহস্পতিবার সকালে দীপিকা ডেনিম জিন্স ও জ্যাকেট পরে নামেন শহরে। তারপর সেখান থেকে সোজা চলে যান মেক আপ রুমে। তিনি এয়ারপোর্ট নামা থেকেই তাঁর ফ্যানেদের সঙ্গে শেয়ার করতে শুরু করেন ভিডিও। photo source collected
advertisement
3/5
এই নিয়ে তৃত্বীয়বার কানে গেলেন তিনি। দীপিকা এবার গিয়েছেন ল'রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে। photo source collected
advertisement
4/5
কিন্তু তাঁর লুক কি হতে চলেছে তা নিয়ে চলছিল জল্পনা। কারণ দীপিকা মেট গালাতে-ও নিজের বারবি লুকে জয় করে নিয়েছিলেন সকলের মন। যেকানে প্রিয়ঙ্কাকে নিয়ে সমালোচনা হয়েছিল। কিন্তু দীপিকার পোশাক নির্বাচনে সকলে মুগ্ধ হয়েছিলেন। তাই কান চলচ্চিত্র উৎসব ২০১৯ এ তিনি কি পরবেন সেদিকে নজর ছিল সবার। photo source collected
advertisement
5/5
আবারও সকলকে চমকে দিলেন দীপিকা। সাদা গাউনে সবাইকে পিছনে ফেলে দিলেন তিনি আবারও। তাঁর এই ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাঁর মেক আপ ও হেয়ার করেছেন ল'রিয়াল। photo source collected