পাতার আড়ালে কেন নগ্ন কিয়ারা ? উত্তর দিলেন ডাব্বু রত্নানি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ডাব্বু রতনানি এই ফটোশ্যুটের ভাবনা চুরি করেছেন, দাবি নেটিজেনদের
advertisement
1/5

সম্প্রতি মুম্বইয়ে এক মেগা অনুষ্ঠানে মুক্তি পেয়েছে সেলিব্রিটি ফোটোগ্রাফার ডাব্বু রত্নানির ২০২০ সালের ক্যালেন্ডার। তাঁর ক্যালেন্ডারের জন্য অপেক্ষা করে থাকে ফ্যাশন ইন্ডাস্ট্রি বা বলিউডের। তাঁর ক্যালেন্ডার শ্যুটে অনন্য সব অবতারে নানা সময়ে ধরা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা।
advertisement
2/5
এই ক্যালেন্ডারে কিয়ারা আদবানি দেখা গিয়েছিল একটি পাতা দিয়ে শরীর ঢেকে রয়েছেন, গায়ে নেই একটাও সুতো ৷ এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক প্রশ্ন তুলেছে নেটিজেনরা। এটাও বলা হয়েছে যে ডাব্বু রত্নানি এই ফটোশ্যুটের ভাবনা চুরি করেছে।
advertisement
3/5
অনেকেই দাবি করেছে যে ডাব্বুর এই ফটোশ্যুটের ভাবনার সঙ্গে মিল পাওয়া গিয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটোগ্রাফার মেরি বার্স-এর একটি ফটোশ্যুট। যে ফটোশ্যুটের মডেল ছিলেন স্টেপ টেইলর।
advertisement
4/5
এই অভিযোগ ওঠার পর ডাব্বু জানান যে ২০০১ সালে তিনি তাব্বুর সঙ্গে একটি ফটোশ্যুট করেছিলেন। যা ২০০২ সালে তাঁর ক্যালেন্ডারে প্রকাশিত হয়। আর সেই ফটোশ্যুটকেই নতুন রূপ দিয়েছেন তিনি। তিনই বারবার উল্লেখ করেছেন যে এটা তাঁর নিজের করা ফটোশ্যুটের Concept-এরই যে পুনরাবৃত্তি।
advertisement
5/5
এই ফটোশ্যুটের জন্য আবার সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাকও হয়েছেন কিয়ারা। ফটোশপ করে অভিনেত্রীর গায়ে পোশাক পরাতে কোমর বেঁধে নেমেছেন নেটিজেনরা। কেউ কেউ ‘কবীর সিং’ রাগী শাহিদের ছবি পোস্ট করে তা দিয়ে ‘মিম’-ও বানাচ্ছেন ৷ তবে স্টাইল স্টেটমেন্ট এবং ফ্যাশন সম্পর্কে সমঝদার সকলেই বলছেন, আগামী দিনে বলিউডের ফ্যাশন ফিয়েস্তা হতে চলেছেন কিয়ারাই।