TRENDING:

Bollywood Couples: অন-স্ক্রিন রোম্যান্স থেকে বাস্তব জীবনে দম্পতি, দেখে নিন বি-টাউনের সেই ৭ জুটির কথা

Last Updated:
Bollywood Couples: রিল লাইফের মনের মিল রিয়েল লাইফেও অনেকসময় হয়। পর্দার রোম্যান্টিক কাপল বাস্তবেও সংসার পেতেছে বহুবার। দেখে নিন বি-টাউনের সেই ৭ জুটির কথা
advertisement
1/7
অন-স্ক্রিন রোম্যান্স থেকে বাস্তব জীবনে দম্পতি, দেখুন বি-টাউনের সেই ৭ জুটির কথা
প্রয়াত অভিনেতা ঋষি কাপুর এবং অভিনেত্রী নীতু কাপুর, আইকনিক অন- এবং অফ-স্ক্রিন জুটি ছিলেন। এই দম্পতি একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন যার মধ্যে রয়েছে 'কভি কভি' (১৯৭৬), 'খেল খেল মে' (১৯৭৩), ‘পতি পত্নি অর উওহ’ (১৯৭৮), ‘দো দুনি চার’ (২০১০), এবং ‘যব তক হ্যায় জান’ (২০২১) ইত‍্যাদি। ১৯৮০ সালে, তাঁরা বিবাহ বান্ধব আবদ্ধ হন। এই দম্পতির দু’টি সন্তান রয়েছে, অভিনেতা রণবীর কাপুর এবং ঋদ্ধিমা কাপুর সাহানি।
advertisement
2/7
দর্শকরা ‘পেয়ার তো হোনা হি থা’ (১৯৯৮), ‘ইশক’ (১৯৯৭), এবং ‘রাজু চাচা’ (২০০০) এর মতো ছবিতে অভিনেতা অজয় ​দেবগন এবং কাজলের অন-স্ক্রিন রসায়নকে পছন্দ করেছিলেন। ‘হলচল’ ছবির সেটেই তাঁরা প্রেমে পড়েন বলে জানা যায়। তাঁরা ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৯ তারিখে গাঁটছড়া বাঁধেন এবং তাদের দু’টি সন্তান রয়েছে, নাইসা এবং যুগ।
advertisement
3/7
'ঢাই অক্ষর প্রেম কে' (২০০০) এবং 'কুছ না কাহো' (২০০৩)-সহ কয়েকটি ছবিতে এই জুটি একসঙ্গে কাজ করেছিল। সূত্রের খবর, অভিষেক বচ্চন তাঁদের ছবি ‘গুরু’ (২০০৭) শেষ হওয়ার পর ঐশ্বর্য্য রাই বচ্চনকে বিয়ের প্রস্তাব দেন এবং তিনি তা গ্রহণ করেন। তাঁরা ২০০৭ সালে বিয়ে করেন। তাঁদের একটি কন‍্যা সন্তান রয়েছে-আরাধ্যা বচ্চন।
advertisement
4/7
জানা যায়, 'টাশন' (২০০৮) এর সেটে অভিনেতা সইফ আলি খান এবং করিনা কাপুর খান প্রেমে পড়েছিলেন। ১২ সেপ্টেম্বর, ২০১২ সালে, সইফ আলি খান এবং করিনা কাপুর খান আদালতে বিয়ে করেন। ১৬ অক্টোবর, ২০১২-এ, তাঁরা গ্র্যান্ড রিসেপশন দেন পরিবার ও বন্ধুদের জন‍্য। তাঁদের দু’ই পুত্র সন্তান আছে- তৈমুর ও জাহাঙ্গির৷
advertisement
5/7
সঞ্জয় লীলা বনসালির ‘রাম-লীলা’ ছবির শুটিংয়ের সময় প্রেমে পড়েছিলেন এই দম্পতি। এই ছবিটির পরে, এই জুটি ‘বাজিরাও মাস্তানি’ (২০১৫) ‘পদ্মাবত’ (২০১৮) এবং সম্প্রতি কপিল-দেবের বায়োপিক ‘৮৩’ (২০২২)-তে একসঙ্গে অভিনয় করেছিলেন। এই দম্পতি ইতালির লেক কোমোতে ২০১৮ সালের নভেম্বরে ঐতিহ্যবাহী কোঙ্কনি এবং সিন্ধি মতে বিয়ে করেন।
advertisement
6/7
রণবীর কাপুর এবং আলিয়া ভাট, বলিউডের অন্যতম আলোচিত দম্পতি, ২০২২ সালের এপ্রিলে মাসে বিয়ে করেন, পাঁচ বছরের সম্পর্কের পর। ‘ব্রহ্মাস্ত্র-পার্ট ১’-এর সেটে তাঁদের প্রেমের গল্প শুরু হয়। তাঁরা ২০২২ নভেম্বর মাসে তাঁদের প্রথম সন্তান রাহার জন্ম দেন।
advertisement
7/7
কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা তাঁদের বিবাহবন্ধনে আবদ্ধ হন ফেব্রুয়ারি, ২০২৩-এ। তাঁরা ‘শেরশাহ’ সিনেমায় বিক্রম বাত্রা এবং ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করেন একসঙ্গে। সূত্রের খবর, এই সিনেমার শুটিং-এর সময় থেকেই তাঁদের সম্পর্ক দানা বাঁধে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Couples: অন-স্ক্রিন রোম্যান্স থেকে বাস্তব জীবনে দম্পতি, দেখে নিন বি-টাউনের সেই ৭ জুটির কথা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল