ধর্ম নিয়ে প্রশ্ন তুললে সব সম্পর্ক চুকিয়ে দিতে পারেন মনোজ বাজপেয়ী; জানুন শাবানার সঙ্গে তাঁর সফল দাম্পত্যের রহস্য
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Manoj Bajpayee On His Interfaith Marriage With Shabana Raza: এমন নানা কাহিনী বোনা হয়েছে বলিউডেও। না রিল নয়, রিয়েল লাইফ কাহিনী। শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পতৌদি, সুনীল দত্ত-নার্গিস, শাহরুখ খান-গৌরী খান, আয়েশা টাকিয়া-ফারহান আজমি এমন অনেক তারকা রয়েছেন, যাঁরা আন্তঃধর্ম বিবাহ করেছেন এবং তাঁদের সুখের সংসার সকলকে স্তম্ভিত করেছে।
advertisement
1/8

প্রেমের পথে কি ধর্ম আদৌ বাধা হতে পারে!এপ্রশ্ন ভারতের কোণায় কোণায় ছড়িয়ে রয়েছে। অনেক সময়ই এমন প্রেমের পরিণতি ভয়াবহ হয়। তবে এদেশেই রয়েছে এমন অনেক উদাহরণ যা প্রমাণ করে এই ভারত আসলে মানবধর্মে, প্রেম-ধর্মে বিশ্বাসী। যুগের পর যুগে, সেটাই এদেশের ঐতিহ্য। এমন নানা কাহিনী বোনা হয়েছে বলিউডেও। না রিল নয়, রিয়েল লাইফ কাহিনী।
advertisement
2/8
শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পতৌদি, সুনীল দত্ত-নার্গিস, শাহরুখ খান-গৌরী খান, আয়েশা টাকিয়া-ফারহান আজমি এমন অনেক তারকা রয়েছেন, যাঁরা আন্তঃধর্ম বিবাহ করেছেন এবং তাঁদের সুখের সংসার সকলকে স্তম্ভিত করেছে। তেমনই এক তারকা হলে মনোজ বাজপেয়ী। তাঁর স্ত্রী শাবানা রজা।
advertisement
3/8
বিয়ের পর কেটে গিয়েছে বহু বছর। তাঁদের কিশোরী কন্যার হাসিমুখ তাঁদের সফল দাম্পত্যের প্রতিকৃতি যেন। অথচ, ব্রাহ্মণ পরিবারের সন্তান মনোজের জন্য এই প্রেম, এই বিবাহের পথ মোটেও সহজ ছিল না। কন্যা সন্তানের পিতা মনোজ তাঁর বিবাহ নিয়ে আবেগঘন গলায় বলেন, 'শাবানা একজন গর্বিত মুসলিম, আমি একজন গর্বিত হিন্দু'...এই মুহূর্তে বলিউডে আরও একবার চর্চিত হচ্ছে মনোজ বাজপেয়ীর নাম।
advertisement
4/8
বিয়ের পর কেটে গিয়েছে বহু বছর। তাঁদের কিশোরী কন্যার হাসিমুখ তাঁদের সফল দাম্পত্যের প্রতিকৃতি যেন। অথচ, ব্রাহ্মণ পরিবারের সন্তান মনোজের জন্য এই প্রেম, এই বিবাহের পথ মোটেও সহজ ছিল না। কন্যা সন্তানের পিতা মনোজ তাঁর বিবাহ নিয়ে আবেগঘন গলায় বলেন, 'শাবানা একজন গর্বিত মুসলিম, আমি একজন গর্বিত হিন্দু'...এই মুহূর্তে বলিউডে আরও একবার চর্চিত হচ্ছে মনোজ বাজপেয়ীর নাম।
advertisement
5/8
১১ জানুয়ারি Netflix-এ মুক্তি পেয়েছে তাঁর ছবি 'কিলার স্যুপ'।মনোজের সঙ্গেই রয়েছেন কঙ্কনা সেনশর্মা।মনোজের শাবানা রজা, মুসলিম পরিবারের সন্তান। এদিকে মনোজ ব্রাহ্মণ বাড়ির ছেলে। কিন্তু তাঁদের প্রেম বা বিবাহে মনোজের বাড়ির কেউ বাধা হয়ে দাঁড়াননি।
advertisement
6/8
মনোজ যখন শাবানা রাজাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন, তখন তাঁর পরিবারের কেউ বিরোধিতা করেননি। মনোজ বাজপেয়ী শুধু একজন ভাল অভিনেতাই নন, একজন ভাল মানুষও। সম্পর্কের সংবেদনশীলতা খুব ভাল বোঝেন মনোজ। স্ত্রী শাবানার সঙ্গে কোনওদিন ধর্ম নিয়ে কোনও আলোচনা করেন না।
advertisement
7/8
মনোজ একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি যেমন একজন গর্বিত হিন্দু, আমার স্ত্রী একজন গর্বিত মুসলিম। তবে ধর্মের চেয়েও বেশি, আমরা পরস্পরকে মূল্য দিতে জানি। পারস্পরিক মূল্যবোধই আমাদের সম্পর্ককে বেঁধে রেখেছে।’’ সুখী দাম্পত্য জীবনের রহস্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘‘আগামিকাল আমাদের মধ্যে কেউ যদি এই মূল্যবোধ বদলে ফেলে, তাহলেই আর এই বিয়েটা টিঁকে থাকবে না।’ ’
advertisement
8/8
কিন্তু পরিবারের সদস্যরা কি এত সহজেই মেনে নিয়েছিলেন মুসলিম বধূকে! নাকি এবিষয় নিয়ে আলোচনা চলত! মনোজ দাবি করেছেন, ‘‘আমার সামনে কেউ কোনদিন এই বিষয়ে কিছু বলেননি। আমি একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে। কিন্তু আমার বিয়ে নিয়ে পরিবারের কোনও সদস্যই এর বিরোধিতা করেননি...কখনও না, আজ পর্যন্ত নয়।’’ শাবানা নিজে খুবই আধ্যাত্মিক প্রকৃতির, জানিয়েছেন মনোজ। কিন্তু তাতে কোনও বিরোধ সৃষ্টি হয়নি তাঁদের দাম্পত্যে। তিনি বলেন, ‘‘ধর্মবিরোধী কোনও মন্তব্য আমি বরদাস্ত করব না। আমার আশপাশে কেউ এমন মন্তব্য করলে তার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেব। তাই আমার মুখের উপর এসব বলার সাহস পায় না কেউ।’’