করোনা জিতে বাড়ি ফিরেছেন ঐশ্বর্য, আরাধ্যা ! চোখের জল ধরে রাখতে পারলেন না অমিতাভ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
করোনা সংক্রমিত হয়ে ১০ দিন নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন ও ঐশ্বর্য-অভিষেকের আট বছরের কন্যা আরাধ্যা-ও। সোমবার তাঁদের কোভিড রিপোর্ট নেগেটিভ এলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
advertisement
1/5

করোনা সংক্রমিত হয়ে গত দু'সপ্তাহ ধরে মুম্বইয়ের নানাবতী হাসাপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন। ভর্তি রয়েছেন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছেলে অভিষেক বচ্চনও। তাঁরা এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে সোমবার ট্যুইট করেন অভিষেক। তাঁদের বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল, কিন্তু কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
advertisement
2/5
করোনা সংক্রমিত হয়ে ১০ দিন নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন ও ঐশ্বর্য-অভিষেকের আট বছরের কন্যা আরাধ্যা-ও। সোমবার তাঁদের কোভিড রিপোর্ট নেগেটিভ এলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
advertisement
3/5
বউমা ও নাতনি করোনা মুক্ত, এই খুশির খবর পেয়ে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি অমিতাভ। বউমা এবং নাতনি বাড়ি ফেরায় শাহেনশার চোখ আনন্দাশ্রু।
advertisement
4/5
হাসপাতালের বেড থেকেই তামাম ভক্তকূলের উদ্দেশ্যে অমিতাভ বচ্চন ট্যুইট করেন, '' কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পর আমার 'ছোটি বিটিয়া' আর 'বউরানি'-কে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে, ওরা বাড়িতে ফিরেছে। আমি চোখের জল ধরে রাখতে পারছি না... প্রভু তোমার অপার কৃপা।''
advertisement
5/5
হাসপাতালের বেড থেকেই তামাম ভক্তকূলের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন বিগ বি। কখনও বা অনুরাগীদের ধন্যবাদ জানাচ্ছেন, কখনও পরিচয় করিয়ে দিচ্ছেন জীবনদর্শনের সঙ্গে। রবিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে অমিতাভ জানান, বাবা, প্রয়াত কিংবদন্তী কবি হরিবংশ রাই বচ্চনকে বড় মনে পড়ছে। একটি পুরনো ভিডিও শেয়ার করেন অমিতাভ। সেখানে দেখা যাচ্ছে বইয়ের পাতা ওলটাচ্ছেন বিগ বি, ভয়েস ওভারে 'হ্যায় অন্ধেরি রাত'...। ট্যুইটারে তিনি লেখেন, '' বাবুজির কবিতার কিছু মুহূর্ত, এইভাবেই তিনি কবি সম্মেলনে নিজের সৃষ্টি পেশ করতেন। হাসপাতালের একাকীত্বে বাবাকে বড় মনে পড়ছে।''