সুশান্তের মৃত্যুর ছক কষেছিলেন রিয়ার দুই ‘বাবা’! বিস্ফোরক অভিযোগ ঘনিষ্ঠ বন্ধুর
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
রিয়ার দুই বাবা-ই সুশান্তকে খুনের ঘুঁটি সাজিয়েছিলেন । এমনটাই অভিযোগ ওই বন্ধুর...
advertisement
1/6

• সুশান্তের মৃত্যুতে বারবার আঙুল উঠছে বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে । এই মামলার প্রধান অভিযুক্ত এই নায়িকা । এমনকি সুশান্তের বাবাও রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন । তাঁর বিরুদ্ধে উঠে এসেছে কালা জাদু করার অভিযোগ । উঠেছে, সুশান্তকে ভয় দেখানো, হুমকি দেওয়া, নিয়ন্ত্রণে রাখার মতো অভিযোগও ।
advertisement
2/6
• পাশাপাশি রিয়া আর পরিচালক মহেশ ভাটের সম্পর্ক নিয়েও কম জল ঘোলা হচ্ছে না । রিয়া বা ভাট পরিবার যতই দাবি করুক না কেন, এই সম্পর্কে কোনও লুকোছাপা নেই, তা সত্ত্বেও রিয়া-মহেশের পুরনো কিছু ভিডিও ক্লিপ দেখে আক্রমণ শানাচ্ছেন নেটিজেনরা ।
advertisement
3/6
• এ বার সুশান্ত মৃত্যুতে মহেশ ভাটের সরাসরি যোগ থাকার ইঙ্গিত দিলেন সুশান্তের জিম ইন্সট্রাক্টর ও সুনীল শুক্ল । সুনীল অভিযোগের আঙুল তুলেছেন রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর দিকেও ।
advertisement
4/6
• সম্প্রতি টাইমস নাও-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সুনীল জানান, রিয়ার দুই বাবা-ই সুশান্তকে খুনের ঘুঁটি সাজিয়েছিলেন । এই দুই বাবা হলেন, মহেশ ভাট ও ইন্দ্রজিৎ চক্রবর্তী ।
advertisement
5/6
• সুশান্ত এও দাবি করেন, রিয়ার বাবা নিয়মিত সুশান্তকে ওষুধ দিতেন। এমনকি ৮ জুন রিয়া সুশান্তের বাড়ি থেকে চলে যাওয়ার পরেও কেউ নাকি সুশান্তকে রোজ ওষুধ দিতেন। সেটা কি রিয়ার বাবা ইন্দ্রজিৎ, নাকি তাঁর নির্দেশে অন্য কেউ এ কাজ করতেন ? সে সময় ফ্ল্যাটে থাকতেন রান্নার লোক নীরজ, বন্ধু সিদ্ধার্থ পিঠানি ও পরিচারক দীপেশ সাওয়ান্ত । এঁরা প্রত্যেকেই রয়েছেন সন্দেহের তালিকায় । তবে কি পুরোটাই সাজানো খেলা?
advertisement
6/6
• অন্যদিকে, মহেশের নামে প্রথম থেকেই নানারকম অভিযোগ উঠে আসছিল । মহেশই নাকি রিয়াকে সুশান্তের থেকে দূরে চলে যেতে বলেছিলেন । প্রমাণ করতে চেয়েছিলেন সুশান্ত মানসিক রোগী ।