CBI-র তৎপরতা শুরু, ময়নাতদন্তকারী চিকিত্সক ও মুম্বই পুলিশের ২ শীর্ষ কর্তাকে জিজ্ঞাসাবাদ করবে SIT
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
সিবিআই দল সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে যাবে। ১৩ এবং ১৪ জুন ফ্ল্যাটে কী কী ঘটেছিল বা ঘটার সম্ভাবনা রয়েছে তার পুনর্নির্মান করা হবে।
advertisement
1/7

*বুধবার সুপ্রিম কোর্ট সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। তারপরেই মামলা কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তার রোডম্যাপ একপ্রকার প্রস্তুত করে ফেলেছে CBI। ফাইল ছবি।
advertisement
2/7
*CBI দুটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে হাই প্রোফাইল এই মামলার তদন্তের স্বার্থে। বৃহস্পতিবার দুটি দলই মুম্বই পৌঁছে যাবে। ফাইল ছবি।
advertisement
3/7
*CBI সূত্রে খবর, একটি দল সুশান্তের দেহের ময়না তদন্তকারী চিকিৎসক এবং মুম্বই পুলিশের দুই তদন্তকারী আধিকারিকে জিজ্ঞাসাবাদ করবে। সুশান্তকাণ্ডে প্রথম থেকে মুম্বই পুলিশের দুই ডিসি পদমর্যাদার আধিকারিক তদন্ত করছিলেন। সেই অভিষেক ত্রিমুখে ও পরমজিৎ সিংহ দহিয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে। ফাইল ছবি।
advertisement
4/7
*সিবিআই-এর আরেকটি দল সুশান্ত সিং রাজপুতের বান্দ্রার ফ্ল্যাটে যাবে। প্রয়োজনে ঘটনার পুনর্নির্মান করা হবে। ১৩ এবং ১৪ জুন সেই ফ্ল্যাটে কী কী ঘটেছিল বা ঘটার সম্ভাবনা রয়েছে, সেকাহ্নে কে বা কারা কারা উপস্থিত ছিলেন, সবটা স্পষ্ট করতে পুনর্নির্মান করা হতে পারে। ফাইল ছবি।
advertisement
5/7
*এদিকে, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় আর্থিক বিষয়ে তদন্ত চালাচ্ছে ইডি। সূত্রের খবর, রিয়া চক্রবর্তী ও তাঁর সংস্থার আর্থিক লেনদেন নিয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ। এবারে নেওয়া হবে।ফাইল ছবি।
advertisement
6/7
*ফ্রান্স, সুইৎজারল্যান্ড, ইতালি ও অস্ট্রিয়ায় বেড়াতে গিয়েছিলেন রিয়া। ফলে সেই সব দেশে রিয়া বা তাঁর পরিবারের কারও কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কিনা, কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, এ সবই তদন্ত করে দেখা হচ্ছে। ফাইল ছবি।
advertisement
7/7
*উল্লেখ্য, বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দেন পরিচালক রুমি জাফরি। তিনি সুশান্ত ও রিয়াকে নিয়ে শ্যুটিং শুরু করেছিলেন। যদিও লকডাউনে সেই শ্যুটিং বন্ধ হয়ে যায়। ফাইল ছবি।