ফের শ্রীদেবীর মৃত্যু নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ! কোনও জবাব দিলেন না স্বামী বনি কাপুর
Last Updated:
advertisement
1/5

ফের শ্রীদেবীর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন কেরল জেলের ডিজিপি হৃষিকেশ সিং। যদিও এই রকম দাবি শ্রীদেবীর মৃত্যুর পর থেকে অনেকেই করেছেন। তবে কোনও কিছুই প্রমাণ হয়নি। photo source collected
advertisement
2/5
তবে শ্রীদেবীর মৃত্যু নিয়ে এখনও জল ঘোলা হয়ে চলেছে। photo source collected
advertisement
3/5
এবার যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে, শ্রীদেবীর মৃত্যু বাথটবে ডুবে হয়নি। তাঁকে খুন করে বাথটবে ফেলে রাখা হয়েছে। এর পর থেকে মানুষের মধ্যে এই কথা নিয়ে উত্তেজনা ছড়ায়। photo source collected
advertisement
4/5
এর পর বলিউডেও নানা রকম কথা চলতে শুরু করে। কিন্তু ডিজিপি নিজের দাবি থেকে এক চুলও সরতে নারাজ। photo source collected
advertisement
5/5
এই কথা শোনার পর শ্রীদেবীর স্বামী বনি কাপুর জানান, " আমি এই ধরণের ফালতু কথার কোনও জবাব দিতে চাই না। তাছাড়া এই ধরণের কথায় কিছু বলার থাকতেও পারে না। আর এই ধরণের বোকা বোকা কথা চলতেই থাকবে। আমরা কিছু করতে পারবো না। এটা ওই ডিজেপির কল্পনা ছাড়া কিছু নয়।' photo source collected