Bollywood Celebrity: রাজ কাপুরের বাড়ির সার্ভেন্ট কোয়ার্টারে বাস! আজ ১৫০ কোটির মালিক! জানেন কে সেই বলি সেলেব
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Boney Kapoor Life Struggle: বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সকলকেই সংগ্রাম করতে হয়। বর্তমানে বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত প্রজোযক বনি কাপুর। অভিনেতা অনিল কাপুরও বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত অভিনেতা। কিন্তু জানেন কি এই বিখ্যাত কাপুর পরিবারকেই একসময় ভয়ঙ্কর সংগ্রাম করতে হয়েছে বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন্য।
advertisement
1/10

বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সকলকেই সংগ্রাম করতে হয়। বর্তমানে বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত প্রজোযক বনি কাপুর। অভিনেতা অনিল কাপুরও বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত অভিনেতা। কিন্তু জানেন কি এই বিখ্যাত কাপুর পরিবারকেই একসময় ভয়ঙ্কর সংগ্রাম করতে হয়েছে বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন্য।
advertisement
2/10
সম্প্রতি দেশের সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে নিজের পরিবারের আর্থিক সংগ্রামের সময়ের দিনগুলির কথা তুলে ধরলেন বনি কাপুর। একাধিক হিট ছবির প্রজোযক বনি কাপুর। তাঁর দুই ভাই অনিল কাপুর এবং সঞ্জয় কাপুরও প্রতিষ্ঠিত অভিনেতা।
advertisement
3/10
বনি কাপুরের দুই কন্যা জাহ্ণবী কাপুর এবং খুশি কাপুরও পা রেখেছেন বলিউডে। একাধিক ছবিতে ইতিমধ্যেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহ্ণবী। বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরও অভিনেতা। অন্যদিকে অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন এবং কন্যা সোনমও অভিনয় জগতে সমান ভাবে প্রতিষ্ঠিত।
advertisement
4/10
বর্তমানে কাপুর পরিবারে অর্থের অভাব নেই। কিন্তু একসময় এই প্রতিষ্ঠিত পরিবারকেই যেতে হয়েছে আর্থিক সংগ্রামের মধ্য দিয়ে। এমনকী বলিউডের অন্য এক কাপুর পরিবরের 'সার্ভেন্ট কোয়ার্টারে' থাকতে বাধ্য হয়েছিল বনি কাপুরের পরিবারে।
advertisement
5/10
বনি কাপুর জানান, তাঁর বাবা সুরিন্দর কাপুর জীবনে অনেক সংগ্রাম করেছেন। কর্মচারীদের অধিকারের জন্য লড়াই করে দশবার চাকরি হারান তিনি। এরপর পৃথ্বীরাজ কাপুরই বনি কাপুরের বাবাকে মুম্বইতে নিয়ে আসেন।
advertisement
6/10
তাঁর কথায়, ‘‘ পৃথ্বীরাজ কাপুর বাবাকে মুম্বাইয়ে নিয়ে এসেছিলেন।' আমার দাদু বাবাকে পৃথ্বীরাজ কাপুরের হাতে তুলে দিয়েছিলেন। কারণ ততদিনে তিনি ১০-১২টার চাকরি ছেড়ে দিয়েছেন। শ্রমিকদের অধিকারের কথা বলার জন্য তাঁকে চাকরিচ্যুত করা হয়’’
advertisement
7/10
বনি কাপুর জানান, বিয়ের পর বাবা রাজ কাপুরের গেস্ট হাউসে থাকতেন, যেটি কাপুর পরিবারের চাকর ও চালকদের জন্য বিশেষভাবে তৈরি। কেরিয়ারের শুরুতে যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন সে কথাও বলেছেন প্রযোজক।
advertisement
8/10
তিনি সেই কঠিন সময়ের কথা স্মরণ করেন যখন তাঁর বাবা একটি ছবি পরিচালনা এবং প্রযোজনা করার সময়ই মারা যান। এই ঘটনার পর থেকে কাপুর পরিবারের আর্থিক অবস্থার আরও অবনতি হতে থাকে, যার কারণে তার অনেক ঋণ হয়।
advertisement
9/10
বনি কাপুরের কথায়, ‘‘ঠাকুমা মারা যাওয়ার পর অনিল অভিনয়ের সিদ্ধান্ত নেয় এবং আমি প্রজোযনার সিদ্ধান্ত নিই।’’বনি কাপুর আরও বলেন, ‘‘'আমার বাবা ঋণে ডুবে ছিলেন।’’ তবে সাংসারিক প্রতিকূলতা সামলেই সুনাম অর্জন করেন দুই ভাই৷
advertisement
10/10
'লাইফস্টাইল এশিয়া ডট কম'-এর রিপোর্ট অনুযায়ী, বনি কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি টাকারও বেশি। বনি কাপুর প্রজোযিত 'ময়দান' ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে৷ এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অজয় দেবগন ও প্রিয়মণি।