In Pics: শারীরিক সমস্যা উপেক্ষা করেও নিয়মিত কাজ করেন এই বলি তারকারা
Last Updated:
advertisement
1/8

টেনিস এলবোর সমস্যায় অজয় দেবগণ ৷ অনেকদিন ধরেই ভুগছেন তিনি ৷ তবে এর জন্য বন্ধ করেননি তাঁর শ্যুটিং ৷ পরিচালক লাভ রঞ্জনের পরবর্তী ছবিতে কাজ করছেন অজয় ৷ সঙ্গে রয়েছেন তাব্বু ৷ Photo Courtesy : Instagram handle/Ajay Devgan
advertisement
2/8
তিনি শ্যুটিং বন্ধ করলে পরিচালকের সমস্যা হবে ৷ অন্য অভিনেতাদের সঙ্গে পরে শ্যুটিং ডেট মেলাতেও মুশকিল হবে ৷ তাই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি ৷ তবে শ্যুট শেষ করেই উড়ে যাবেন জার্মানি, উন্নত চিকিৎসার জন্য ৷ Photo Courtesy : Instagram handle/ Ajay Devgan
advertisement
3/8
কাজ পাগল করণ জোহর ৷ ছবি পরিচালনা, প্রযোজন ছাড়াও তাঁর টক শো, চ্যাট সেশন তো আছেই ৷ এহেন করণও শিকার হয়েছিল অবসাদের ৷ Photo Courtesy : Instagram handle/ Karan Johar
advertisement
4/8
এক সর্বভারতীয় টেলিভশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে করণ জানান এমন সময় এসেছিল যখন তিনি কারো সঙ্গে দেখা করতে চাইতেন না, কথাও বলতে ইচ্ছে করত না তার ৷ চিকিৎসার মাধ্যমে এখন অনেকটা সুস্থ তিনি ৷ তবে অবসাদেও কাজ চালিয়ে গেছেন তিনি ৷ Photo Courtesy : Instagram handle/ Karan Johar
advertisement
5/8
একই রকম সমস্যায় প্রভুদেবাও ৷ যদিও মানসিক নয়, তাঁর সমস্যা শারীরিক ৷ 'তুতক তুতক তুতিয়া' ছবির প্রচারে ব্যস্ত তিনি ৷ তার মাঝেই পেটে ব্যাথা অনুভব করেন ৷ কিন্তু প্রচারের মঞ্চ ছেড়ে চলে যাননি তিনি ৷ Photo Courtesy: Instagram handle/ Prabhu Deva official
advertisement
6/8
ব্যাথা যখন অসহ্য হয়ে যায় তখন চিকিৎসককে ডেকে নেন ৷ তারপর চিকিৎসার পর আবারও শুরু করে দেন কাজ ৷ Photo Courtesy: Instagram handle/ Prabhu Deva Official
advertisement
7/8
কাঁধের ব্যাথায় কাবু মাধুরী দীক্ষিত ৷ তাই আপাতত কাজে বিরতি নিয়েছেন তিনি ৷ একটি রিয়্যালিটি শো-তে তিনি বিচারকের ভূমিকায় ৷ অনেকদিন ধরেই যন্ত্রণা অনুভব করছেন তিনি ৷ তবে কাজ ছেড়ে যেতে চাইছিলেন না ৷ Photo Courtesy : Instagram handle/ Madhuri Dixit Nene
advertisement
8/8
কিন্তু শারীরীক সমস্যা অসহনীয় পর্যায় পৌঁছতে, তিনি কাজ থেকে ছুটি নিতে বাধ্য হন ৷ আমেরিকায় চিকিৎসা করান তিনি ৷ Photo Courtesy : Instagram handle/ Madhuri Dixit Nene