TRENDING:

Sholay: শোলের ‘গব্বরের’ চেয়েও ভয়ঙ্কর আসল ‘গব্বর’! কেটে নিত পুলিশের নাক-কান...কে ছিল সেই দুর্ধর্ষ ডাকাত জানেন?

Last Updated:
Sholay Real Daaku Gabbar Singh: মধ‍্যপ্রদেশের এক কুখ‍্যাত ডাকাত গব্বর সিং এক সময় পুলিশের মাথাব‍্যথার কারণ হয়ে উঠেছিল। ‘শোলে’ সিনেমায় যেভাবে দেখানো হয়েছে, সেরকমই কি ছিল আসল ডাকাত গব্বর?
advertisement
1/10
শোলের ‘গব্বরের’ চেয়েও ভয়ঙ্কর আসল ‘গব্বর’! কাটত পুলিশের নাক-কান..কে ছিল দুর্ধর্ষ ডাকাত
ভারতীয় সিনেমার ইতিহাস ঘাঁটলে ‘কাল্ট’ ছবির তালিকায় যে কয়েকটি ছবি থাকবে তার মধ‍্যে একটি হল ‘শোলে’। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি কেবল সেকালেই নয়, আজও সমান জনপ্রিয়।
advertisement
2/10
ছবির প্রতিটি সংলাপ অনেকেরই ঠোঁটস্থ। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া বচ্চনের মতো অভিনেতারা অভিনয় করেছিলেন এই সিনেমায়। তবে সমস্ত সুপারস্টারদের ছাপিয়েও এই ছবিতে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিলেন গব্বরের ভূমিকায় আমজাদ খানের অভিনয়।
advertisement
3/10
কুখ‍্যাত ডাকাত গব্বরের প্রতিটি সংলাপ আজও সমান জনপ্রিয়। কিন্তু আসলে কে ছিল এই গব্বর সিং? গব্বর সিং কিন্তু সত‍্যিই এক দুর্ধর্ষ ডাকাত ছিলেন। এই চরিত্রটি কুখ‍্যাত ডাকাত ‘গব্বর সিং’ দ্বারাই অনুপ্রাণিত।
advertisement
4/10
মধ‍্যপ্রদেশের এক কুখ‍্যাত ডাকাত গব্বর সিং এক সময় পুলিশের মাথাব‍্যথার কারণ হয়ে উঠেছিল। ‘শোলে’ সিনেমায় যেভাবে দেখানো হয়েছে, সেরকমই কি ছিল আসল ডাকাত গব্বর?
advertisement
5/10
১৯৫০ সালে শোনা যায় ‘গব্বর’ নামে সেই কুখ‍্যাত ডাকাতের কথা। সেই ডাকাত গব্বর সিং ওরফে গবরা ১৯২৬ সালে মধ্যপ্রদেশের ভিন্দ জেলার ডাং গ্রামে জন্মগ্রহণ করেন। ডাকাত কল‍্যান সিং গুজ্জরের দলের সদস‍্য ছিল এই ভয়ঙ্কর।
advertisement
6/10
ছবিতে পুলিশের হাত কাটতে দেখা গিয়েছিল গব্বরকে। বাস্তবের গব্বরের নামেও পুলিশের কান-নাক কেটে ফেলার অনেক ঘটনার কথা শোনা যায়।
advertisement
7/10
এমনকি মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তরপ্রদেশের পুলিশও তার সন্ত্রাসে ভীত ছিল। ছবির মতো, পুলিশ আসল গব্বরের জন্য ৫০,০০০ টাকা পুরস্কারও রেখেছিল। কথিত আছে, যে তিনি তার পরিবারের দেবীর সামনে শপথ নিয়েছিলেন যে তিনি ১১৬ জনের নাক কেটে নৈবেদ্য হিসাবে দেবেন।
advertisement
8/10
তৎকালীন আইজি কেএফ রুস্তমজি তার ডায়েরিতে গব্বর সিংয়ের অপরাধের কথা উল্লেখ করেছিলেন। রুস্তমজির ডায়েরি অনুসারে, গব্বর সিংয়ের ভয় ভিন্দ, গোয়ালিয়র, চম্বল, ইটাওয়া এবং ধোলপুরে ছড়িয়ে পড়ে। পুলিশের কান-নাক কেটে ফেলার অনেক ঘটনাও তার নামের সঙ্গে যুক্ত।
advertisement
9/10
লোকজন তাকে এতটাই ভয় পেত যে কেউ তার সম্পর্কে পুলিশকে খবর দেয়নি। পুলিশের সর্বাত্মক চেষ্টার পরও তাকে ধরা যাচ্ছিল না। কিন্তু পরে তাকে হত্যা করা হয়।
advertisement
10/10
১৯৫৯ সালে পুলিশের হাতে নিহত হয় গব্বর সিং। এ সময় তাকে ধরার দায়িত্ব দেওয়া হয় ডেপুটি এসপি রাজেন্দ্র প্রসাদ মোদীকে। একই বছরে, একজন গ্রামবাসী পুলিশকে ডাকাত সম্পর্কে তথ্য দেয়, যার পরে গুজ্জর সিংকে হত‍্যা করা হয়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sholay: শোলের ‘গব্বরের’ চেয়েও ভয়ঙ্কর আসল ‘গব্বর’! কেটে নিত পুলিশের নাক-কান...কে ছিল সেই দুর্ধর্ষ ডাকাত জানেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল