advertisement
1/8

• দেশের লোকসভা নির্বাচনের প্রথম পর্ব শেষ হয়ে গিয়েছে ৷ সারা দেশেই বেজে গিয়েছে নির্বাচনের দামামা ৷ কিন্তু জানেন কী, দেশের এমন গুরুত্বপূর্ণ একটি কাজে অংশ নিতে পারবেন না এই বলি তারকারা ৷
advertisement
2/8
• দীপিকা পাড়ুকোন: বেঙ্গালুরুতে তাঁর পৈতৃক বাড়ি হলেও আসলে ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম দীপিকার ৷ ফলে ড্যানিশ পাসপোর্ট রয়েছে দীপিকার কাছে ৷ এ দেশের নির্বাচনে তাই অঁশ নিতে পারবেন না তিনি ৷
advertisement
3/8
• আলিয়া ভাট: আলিয়ার কাছে রয়েছে ব্রিটিশ পাসপোর্ট ৷ আলিয়ার মা সোনি রাজদান একজন ব্রিটিশ নাগরিক ৷
advertisement
4/8
• অক্ষয় কুমার: দেশত্মবোধক সিনেমা বানালেও এ দেশের নির্বাচনে অংশ নিতে পারবেন না অক্ষয় কুমার ৷ পঞ্জাবের অমৃতসরে জন্ম হলেও অক্ষয়ের কাছে রয়েছে কানাডিয়ান পাসপোর্ট ৷ তাই তিনিও ভোট দেবেন না৷
advertisement
5/8
• জ্যাকলিন ফার্নান্ডেজ: এই নায়িকার জন্ম বাহরাইনে ৷ বাবা শ্রীলঙ্কান, মা মালয়েশিয়ান ৷ ভারতের নাগরিক না হওয়ায় এ দেশে ভোট দিতে পারবেন না তিনিও ৷
advertisement
6/8
• ইমরান খান: আমেরিকান পাসপোর্ট থাকায় ইমরানও ভারতের নির্বাচনে অংশ নিতে পারবেন না ৷
advertisement
7/8
• সানি লিওনি: কানাডিয়ান পাসপোর্ট থাকায় ভোট দিতে পারবেন না সানি লিওনি ৷
advertisement
8/8
• ক্যাটরিনা কাইফ: ব্রিটিশ পাসপোর্ট থাকায় এ দেশে ভোট দিতে পারবেন না ক্যাটরিনা কাইফও ৷