সলমনের বোনের সংসারে কি ভাঙন? বিবাহবার্ষিকীতেও একসঙ্গে নেই অর্পিতা-আয়ুষ
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
আজ পর্যন্ত যা কোনওদিন হয়নি, এ বার সেটাই হল । ৬ বছরের বিবাহবার্ষিকীতে আলাদা আলাদা রয়েছেন অর্পিতা আর আয়ুষ ।
advertisement
1/4

• বিয়ে হয়েছে ৬ বছর । দিব্যিই সুখে সংসার করছিলেন সলমন খানের বোন অর্পিতা খান শর্মা ও তাঁর স্বামী আয়ুষ শর্মা । আজই তাঁদের ম্যারেজ অ্যানিভার্সারি । কিন্তু দু’জনে আছেন দুই প্রান্তে । ছবি : ইনস্টাগ্রাম ।
advertisement
2/4
• তবে কি তাঁদের সংসারেও ভাঙন ধরল? আজ পর্যন্ত যা কোনওদিন হয়নি, এ বার সেটাই হল । ৬ বছরের বিবাহবার্ষিকীতে আলাদা আলাদা রয়েছেন অর্পিতা আর আয়ুষ । স্বয়ং অর্পিতার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই সে কথা জানা গিয়েছে । ছবি : ইনস্টাগ্রাম ।
advertisement
3/4
• তবে যা ভাবছেন তেমনটা মোটেই নয় । বেশ আহ্লাদেই রয়েছেন এই লভ বার্ডস । কর্মমূত্রে বাইরে রয়েছেন আয়ুষ । তাঁর পরবর্তী ছবির শ্যুটিং চলছে এখন । তাই ইনস্টাগ্রামে পোস্টে সেই কথা উল্ল্যেখ করে স্বামী’কে অনেক শুভেচ্ছা আর ভালবাসা জানিয়েছেন অর্পিতা । ছবি : ইনস্টাগ্রাম ।
advertisement
4/4
• অন্যদিকে আয়ুষও স্ত্রী অর্পিতা’কে ভরিয়ে দিয়েছেন ভার্চুয়াল ভালবাসায় । আহিল ও আয়াত তাঁদের দুই ছেলে-মেয়েকে নিয়ে দিব্যি সুখে সংসার করছেন দু’জনে । ছবি : ইনস্টাগ্রাম ।