এই বয়সেও করোনা জয় করে শ্যুটিং সেটে অমিতাভ বচ্চন, বললেন 'হ্যাঁ আমি কাজ করি আনন্দে'!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
উল্লেখ্য বেশ কিছুদিন আগে করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন বিগ বি। বয়স হয়েছে ৭৭, তাই তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ভক্তরা৷
advertisement
1/5

•অমিতাভ বচ্চন কাজ পাগল মানুষ৷ কাজ ছাড়া তিনি যেন থাকতেই পারেন না৷ তাই তো এই অবস্থাতেও তিনি পৌঁছে গিয়েছেন শ্যুটিং সেটে৷ জোরকদমে চলছে তাঁর কৌন বনেগা ক্রোড়পতির শ্যুটিং৷ Photo Courtesy: Facebook
advertisement
2/5
•অমিতাভ বচ্চন কাজ পাগল মানুষ৷ কাজ ছাড়া তিনি যেন থাকতেই পারেন না৷ তাই তো এই অবস্থাতেও তিনি পৌঁছে গিয়েছেন শ্যুটিং সেটে৷ জোরকদমে চলছে তাঁর কৌন বনেগা ক্রোড়পতির শ্যুটিং৷ Photo Courtesy: Facebook
advertisement
3/5
•উল্লেখ্য বেশ কিছুদিন আগে করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন বিগ বি। তিনি তাঁর ভক্তদের জানিয়েছেন যে, কে বি সি এর সেট যথেষ্ট সুরক্ষিত, কর্মীরা সবাই মাস্ক, পিপিই পরেই কাজ করছেন। তাই কোনও সমস্যা নেই৷ Photo Courtesy: Facebook
advertisement
4/5
•৭৭ বছরের অভিনেতার পোস্টে ছিল শিশুসুলভ আনন্দ৷ তিনি লেখেন যে হ্যাঁ আমি কাজ করি এবং সেটা খুবই আনন্দের সঙ্গে৷ কিছু কাজ থাকে যাতে খুবই আনন্দ পাওয়া যায়৷ এবং কে বি সি এমনই এক অনুষ্ঠান যেখানে মনের আনন্দে কাজ করি৷ এটাই লিখেছেন বিগ বি৷ তাঁর পোস্ট করা ছবিগুলিতেও ধরা পড়েছে ছেলেমানষী৷ Photo Courtesy: Facebook
advertisement
5/5
•২০০০ সাল থেকে এই শোয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বিগ বি। সাম্প্রতিক ২০ বছরে পড়ল এই শোয়ের৷ সেই নিয়েও যথেষ্ট উচ্ছ্বসিত ছিলেন অমিতাভ৷ Photo Courtesy: Facebook