TRENDING:

'আপনার প্রতি আমার সমস্ত শ্রদ্ধা শেষ,' মহিলার কমেন্টে রেগে অমিতাভ বচ্চন যা বললেন...

Last Updated:
অমিতাভ বচ্চনকে ফেসবুক-এ জাহ্নবী মাখিজা এক মহিলা অভিযোগ করেন, তাঁর ৮০ বছরের বৃদ্ধ বাবাকে নানাবতী হাসপাতালে অবহেলা করা হয়েছিল৷ করোনার ভুল টেস্ট করেছিল৷ ভুল চিকিত্‍সায় তাঁর বাবার বেড সোর হয়ে গিয়েছে৷
advertisement
1/5
'আপনার প্রতি আমার সব শ্রদ্ধা শেষ,' মহিলার কমেন্টে রেগে অমিতাভ বচ্চন যা বললেন...
ফেসবুকে অমিতাভ বচ্চনের একটি পোস্টে এক মহিলা কমেন্টে লেখেন, Covid-19 চিকিত্‍সার জন্য অমিতাভ বচ্চন যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, আদতে সেই হাসপাতালের বিজ্ঞাপন করাই ছিল বিগ বি-র প্রধান উদ্দেশ্য৷ মহিলা লেখেন, 'আপনার আমার উপর সব শ্রদ্ধা শেষ৷' মহিলার উপর প্রবল রেগে গিয়ে অমিতাভ বচ্চনও পাল্টা উত্তর দিলেন ওই মহিলাকে৷
advertisement
2/5
করোনা আক্রান্ত হয়ে ২৩ দিন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি থাকার পরে করোনা মুক্ত হয়ে রবিবারই ছাড়া পেয়েছেন বিগ বি৷ ওই হাসপাতালেই এখনও চিকিত্‍সাধীন অমিতাভের ছেলে অভিষেক বচ্চন৷ এ হেন অমিতাভ বচ্চনকে ফেসবুক-এ জাহ্নবী মাখিজা এক মহিলা অভিযোগ করেন, তাঁর ৮০ বছরের বৃদ্ধ বাবাকে নানাবতী হাসপাতালে অবহেলা করা হয়েছিল৷ করোনার ভুল টেস্ট করেছিল৷ ভুল চিকিত্‍সায় তাঁর বাবার বেড সোর হয়ে গিয়েছে৷
advertisement
3/5
মহিলা লিখেছেন, 'মিস্টার অমিতাভ, আপনি এমন একটি হাসপাতালের বিজ্ঞাপন করছেন, যারা মানুষের জীবনকে গুরুত্ব দেয় না৷ শুধু টাকা চায়৷ দুঃখিত, আপনার প্রতি আমার সমস্ত শ্রদ্ধা শেষ হয়ে গিয়েছে৷'
advertisement
4/5
আর এতেই বেজায় চটে যান অমিতাভ৷ অমিতাভ পাল্টা লেখেন, 'জাহ্নবীজি, আপনার প্রিয় ও শ্রদ্ধেয় বাবার যা ঘটেছে, তার জন্য আমি দুঃখিত৷ অল্প বয়সে আমি একবার অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলাম এবং সুস্থ হয়েছিলাম৷ মেডিক্যাল প্রফেশনে কিছু নীতি থাকে এবং আমি লক্ষ্য করেছিলাম ডাক্তার থেকে শুরু করে নার্স, সবাই রোগীদের সেবায় তত্‍পর৷'
advertisement
5/5
অমিতাভ আরও লেখেন, 'আমার সীমাবদ্ধ অভিজ্ঞতায় এখনও ডাক্তার বা হাসপাতালকে দেখিনি টাকার জন্য ভুল চিকিত্‍সা করছে বা ডাক্তাররা তাঁদের বিধি মানছেন না৷ এ ক্ষেত্রে আপনার সঙ্গে আমি একমত নই৷ না, আমি ওই হাসপাতালে বিজ্ঞাপন করিনি৷ নানাবতী হাসপাতালে যে যত্ন ও চিকিত্‍সা পেয়েছি, তার জন্য আমি ওঁদের সবাইকে কধন্যবাদ জানাচ্ছি৷ এবং আমি যে যে হাসপাতালে এতদিন চিকিত্‍সার জন্য ভর্তি হয়েছি, সেই সব হাসপাতালকেই ধন্যবাদ জানিয়েছি৷ ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের প্রতি আমি কখনও শ্রদ্ধা হারাইনি৷ এবং শেষ কথা হল, আমার সম্মান ও মর্যাদা আপনার বিচারের উপরে নির্ভর করে না৷'
বাংলা খবর/ছবি/বিনোদন/
'আপনার প্রতি আমার সমস্ত শ্রদ্ধা শেষ,' মহিলার কমেন্টে রেগে অমিতাভ বচ্চন যা বললেন...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল