Tabassum: জয়া কিংবা রেখা নন, এই অভিনেত্রীর প্রাণ বাঁচাতেই আগুনে ঝাঁপিয়ে পড়েন অমিতাভ! জানুন সেই ভয়ঙ্কর ঘটনা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
নিজের প্রাণের তোয়াক্কা না করে তাঁঁর প্রাণ বাঁচিয়েছিলেন অমিতাভ বচ্চন৷
advertisement
1/7

একসময় বলিউডে রাজত্ব করেছেন এই অভিনেত্রী৷ তবে শুধু মাত্র অভিনয়ের জন্য নয়, তিনি জনপ্রিয় হয়েছিলেন তাঁর বিখ্যাত টক শো ‘ফুল খিলে হ্যায় গুলশন গুলশন’-এর জন্যেও৷ তিনি অভিনেত্রী তাবাস্সুম৷ একটি সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা৷ যেখানে নিজের প্রাণের তোয়াক্কা না করে তাঁর প্রাণ বাঁচিয়েছিলেন অমিতাভ বচ্চন৷
advertisement
2/7
এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী তবস্সুম জানিয়েছিলেন, 'এই ঘটনা মুম্বাইয়ের শানমুখানন্দ হলে ঘটেছিল। আমি হুইলচেয়ারে বসে অনুষ্ঠানটি পরিচালনা করছিলাম কারণ আমার পা ভেঙে গেছে। তারপরই হঠাৎ আগুন৷ আমি সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করি।’’
advertisement
3/7
ভয়ঙ্কর ঘটনার বর্ণণা দিতে গিয়ে তাবাস্সুম জানিয়েছিলেন যে, তিনি যখন আগুন থেকে বাঁচতে সবার কাছে সাহায্যের জন্য অনুরোধ করেছিলেন, তখন কেউ সাড়া দেয়নি। সবাই নিজের প্রাণ বাঁচাতে ছুটছিল৷
advertisement
4/7
কিন্তু যাননি কেবল অমিতাভ বচ্চন৷ একমাত্র তিনিই সাহায্যের জন্য এগিয়ে আসেন৷
advertisement
5/7
যখন অনুষ্ঠানটি চলছিল, তখন তবসসুম নিজেই টিভি স্টুডিওতে শতাব্দীর মেগাস্টার অমিতাভ বচ্চনের সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন। অনেক চেষ্টা করেও সেই সময় সেটা হতে পারেনি, তাই একদিন বিগ বি তাবাস্সুমকে তাঁর ছবির সেটে ডাকেন।
advertisement
6/7
‘‘একটি অনুষ্ঠানে অমিতাভের সঙ্গে আমার দেখা হয় এবং এমন কিছু ঘটে যা স্মরণীয় হয়ে ওঠে।’’ পুরনো সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাবাস্সুম৷
advertisement
7/7
অভিনেত্রী তবস্সুম ২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান৷ তিনি ১৯৪৭ সালে একজন শিশু অভিনেতা হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং বেবী তাবাসসুম নামে জনপ্রিয় হয়ে ওঠেন। পরবর্তীকালে তিনি অনেক ছবিতে অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন।