#TabuBirthday: জন্মদিনে বড়সড় বিস্ফোরণ টাবুর! লাস্যময়ীর অবিবাহিত থাকার জন্য দায়ি এই বলিউড স্টার
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
টাবুর ৫০ তম জন্মদিনেও রূপ-লাবণ্য যেন বাঁধনভাঙা
advertisement
1/7

বলিউডের অন্যতম প্রতিভার অধিকারিণী টাবু ৷ নিজের ৫০ তম জন্মদিনে ফিরে গিয়েছেন স্মৃতির সরণিতে ৷ এখনও পর্যন্ত একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের ৷
advertisement
2/7
পেশার কারণে বহু নায়কের সঙ্গে অনেক রোমান্টিক দৃশ্যতে অভিনয় করেছেন টাবু ৷ সৌন্দর্যের কমতি নেই কিন্তু এখনও বিয়ে করেননি তিনি ৷ এই প্রশ্ন নিয়ে বারেবারে চর্চার পর চর্চা হতেই থাকে ৷
advertisement
3/7
অনেকবার টাবুকে জিজ্ঞাসা করার পরেও সদুত্তর পাওয়া যায়নি কোনও ৷ বারেবারে তিনি এড়িয়ে গিয়েছেন সেই প্রশ্ন ৷ টাবু নিজের একাকিত্বের জন্য দায়ি করেছেন অজয় দেবগনকে ৷
advertisement
4/7
একটি ইংরেজি সংবাদপত্রের সাক্ষাৎকারে টাবু আগে জানিয়েছিলেন অজয় তাঁর অত্যন্ত ভাল বন্ধু একে অপরকে প্রায় ২৫ বছর ধরে জানেন ৷ তাঁর আত্মীয়ের প্রতিবেশী ও অন্তরঙ্গের বন্ধু ছিলেন ৷ তারপর থেকেই তাঁর সঙ্গে অজয়ের বন্ধুত্ব হয়েছিল ৷ একই সঙ্গে তাঁরা বড়ও হয়েছিলেন ৷
advertisement
5/7
টাবু আরও জানিয়েছিলেন যকন তিনি ছোট ছিলেন তখন টাবু ও তাঁর ভাই সমীর বেশ নজরে রাখতেন তাঁকে ৷ তাঁর পিছন পিছন লক্ষ্য করতেন কোনও পুরুষ তাঁর সঙ্গে কথা বললেই দু'জনে মিলে মারতেন ৷ এই কারণেই তিনি আজও কুমারী এর কারণ এক এবং একমাত্র অজয় দেবগন ৷
advertisement
6/7
অজয় দেবগন টাবুর বিয়ের দায়িত্ব নিয়েচিলেন এই প্রশ্ন করাতেই সহাস্য উত্তর টাবুর তিনি ২-৩ দিন পর পর ফোন করে অজয়কে পাত্র দেখার কথা বলেন ৷ যদি কোনও পুরুষ অভিনেতাকে সব থেকে বেশি বিশ্বাস করে থাকেন টাবু তিনি হলেন অজয় দেবগন ৷ এমনই জানিয়েছেন টাবু ৷
advertisement
7/7
টাবু ও অজয়ের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে তার প্রকাশ পাওয়া গিয়েছে বিজয়পথ, হকিকত, তক্ষক, গোলমাল এগেন, দে দন দনা দনরে মত সুপারহিট ছবিতে অভিনয় করেছেন ৷ অনেক সময়েই অজয়ের সহ্গে টাবুকে নিয়ে অনেক চর্চা হয়েছে, এই সমস্ত চর্চাকে মিথ্যা প্রমাণ হয় যখন অজয়-কাজল বিয়ে করেন ৷