TRENDING:

Bollywood Actress Who Got Pregnant Before Marriage: লোকলজ্জা দূরে থাক, আলিয়ার মতো বিয়ের আগেই মা হয়েছেন দেশের 'এই' নায়িকারা! চেনেন সবাইকে?

Last Updated:
Bollywood Gossip: প্রজন্ম আলাদা। কেউ প্রাচীন, কেউ নবীন। তবে বিয়ের আগেই অথবা বিয়ে না করেও অন্তঃসত্ত্বা হয়েছেন বলিউডের বহু নায়িকা। জানেন তাঁরা কারা?
advertisement
1/10
লোকলজ্জা দূরে থাক, বিয়ের আগে মা হয়েছেন দেশের 'এই' নায়িকারা! চেনেন সবাইকে?
প্রজন্ম আলাদা। কেউ প্রাচীন, কেউ নবীন। তবে বিয়ের আগেই অথবা বিয়ে না করেও অন্তঃসত্ত্বা হয়েছেন বলিউডের বহু নায়িকা। জানেন তাঁরা কারা?
advertisement
2/10
বিয়ের সাত মাস পূর্ণ হওয়ার আগেই মেয়ের মা হয়েছেন আলিয়া ভাট।শোনা যায়, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি।
advertisement
3/10
আলিয়ার আগেও বলিউডের একঝাঁক হিরোইন বিয়ের আগে সন্তান ধারণ করেছেন। যার মধ্যে অন্যতম দিয়া মির্জা। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দিয়া। ১লা এপ্রিল মা হতে চলার খবর শেয়ার করেন দিয়া। পরবর্তীতে নিজের মুখেই দিয়া জানিয়েছিলেন বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। জুলাই মাসে দিয়া ঘোষণা করেন দু-মাস আগেই মা হয়েছেন তিনি। সময়ের আগেই জন্ম নিয়েছে তাঁর পুত্র অভ্যান। দু-মাস NICU-তে ছিল একরত্তি।
advertisement
4/10
সুপারহিট ছবি ‘বরফি’-র মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ইলিয়ানা। হিট ছবিতে অভিনয় করলেও সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। বিয়ের আগে মা হয়েছেন তিনিও।
advertisement
5/10
তালিকায় রয়েছেন নীনা গুপ্তা। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, যখন তিনি জানতে পারলেন যে তিনি ভিভিয়ানের সন্তানের মা হতে চলেছেন, তিনি সঙ্গে সঙ্গেই খবরটি ক্রিকেটারকে জানিয়েছিলেন। তারপর ভিভিয়ান নীনাকে পরামর্শ দিয়েছিলেন যে তাঁর প্রেগন্যান্সি জারি রাখতে। অভিনেত্রীও তাঁর এই ‘লাভ চাইল্ড’কে চেয়েছিলেন, তাই তিনি তাঁর গর্ভাবস্থা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
advertisement
6/10
বিয়ের ৬ মাসের মাথায় মেয়ে মেহের-এর জন্ম দেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। সে সময় জোর চর্চা হয়েছিল যে নেহা আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন। ২০১৮-র মে মাসে দিল্লির এক গুরুদ্বারে চুপিসাড়ে বিয়ে করেন নেহা ও অঙ্গদ। এবং নভেম্বরের শেষে মেয়ের জন্ম দেন। প্রথমে এই নিয়ে কথা বলতে না চাইলেও, পরবর্তীতে তাঁরা মেনে নেন বিয়ের আগেই আগেই গর্ভবতী ছিলেন নেহা।
advertisement
7/10
এই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী তথা হার্দিক পান্ডেয়া ঘরণী নাতাশা স্ট্যানকোভিচেরও। ২০২০-র ১ জানুয়ারি দুবাইতেই নাতাশার সঙ্গে আংটি বদল সেরেছিলেন হার্দিক। আর লকডাউনেই লন্ডনে চুপিসাড়ে বিয়ের পর্বও সেরেছেন এই জুটি। মে মাসে সন্তানের আগমন বার্তা জানিয়ে পোস্ট করেছিলেন নাতাশা-হার্দিক। এবং জুলাই মাসেই মা হন নাতাশা।
advertisement
8/10
ভারতীয় সমাজে বিয়ে ছাড়া মা হওয়ার বিষয় নিয়ে যতই ছুতমার্গ থাকুক না কেন, ‘স্বাধীনচেতা’ সারিকা সেই নিয়ে চিন্তিত ছিলেন না। কমল হাসানের প্রথম বিয়ে ভাঙার আগে থেকেই লিভ-ইন করতেন দক্ষিণী অভিনেত্রী সারিকা ও কমল হাসান। মেয়ে শ্রুতির জন্মের প্রায় দুই বছর পর বিয়ে করেছিলেন তাঁরা। (ছবি- সংগৃহীত)
advertisement
9/10
২০২০ সালে মাতৃত্বের স্বাদ পান কালকি। ২০২০ সালে বয়ফ্রেন্ড গাই হার্সবার্গের সঙ্গে এক কন্যাসন্তানের মা হয়েছেন কল্কি। পাশাপাশি অভিনয় জগতেও কাজ করছেন তিনি। যদিও এখনও বিয়ে করেননি অভিনেত্রী।
advertisement
10/10
তালিকায় আছেন কঙ্কনা সেন শর্মা। তিনি রণবীর শোরে-কে বিয়ে করেছিলেন ২০১০ সালে। তবে, বিয়ের আগে গর্ভবতী ছিলেন তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actress Who Got Pregnant Before Marriage: লোকলজ্জা দূরে থাক, আলিয়ার মতো বিয়ের আগেই মা হয়েছেন দেশের 'এই' নায়িকারা! চেনেন সবাইকে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল