TRENDING:

Gold Digger| Bollywood Actress: শুধু সুস্মিতাই নন, ৯জন বিখ্যাত বলি অভিনেত্রীর সঙ্গে জুড়েছে Gold Digger ট্যাগ

Last Updated:
সফল ব্যবসায়ী হোক বা ধনী অভিনেতা, এমন পুরুষের সঙ্গে বিয়ে হলেই অভিনেত্রীদের কপালে জুটেছে শুধুই নিন্দা বা গালমন্দ৷
advertisement
1/10
শুধু সুস্মিতাই নন, ৯জন বিখ্যাত বলি অভিনেত্রীর সঙ্গে জুড়েছে Gold Digger ট্যাগ
আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি-সুস্মিতা সেনের সম্পর্ক সামনে আসতেই হইহই রব। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোরদার চর্চা। এর মধ্যে একটি শব্দ 'গোল্ড ডিগার' উঠে এসেছে শিরোনামে। গোল্ড ডিগার-এর অর্থ হল এমন এক মহিলা যিনি পয়সার লোভে ধনী ব্যক্তিকে বিয়ে করেন৷ ললিতের সঙ্গে প্রেমের কারণে খুব ট্রোলড হচ্ছেন সুস্মিতা৷ তবে সুস্মিতাই প্রথম অভিনেত্রী যাঁকে নিয়ে এমনভাবে চর্চা করা হচ্ছে৷ মালাইকা অরোরা থেকে সামান্থা রুথ প্রভু, এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাঁদের 'গোল্ড ডিগার' বলে উল্লেখ করা হয়েছে৷
advertisement
2/10
তবে সুস্মিতাই প্রথম অভিনেত্রী যাঁকে নিয়ে এমনভাবে চর্চা করা হচ্ছে৷ মালাইকা অরোরা থেকে সামান্থা রুথ প্রভু, এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাঁদের 'গোল্ড ডিগার' বলে উল্লেখ করা হয়েছে৷
advertisement
3/10
সুস্মিতা সেন বলিউডের ডিভা, প্রেমের জন্য শিরোনামে রয়েছেন তিনি। তুমুল আলোচনা চলছে প্রাক্তন বিশ্বসুন্দরীকে নিয়ে। সম্প্রতি, যখন তিনি ললিত মোদীর সাথে সম্পর্কের জন্য লাইমলাইটে আসেন, তখন সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোল করা শুরু হয়। তবে, সুস্মিতা সেই অভিনেত্রীদের মধ্যে একজন যারা বিদ্বেষীদের জবাব দিতে পিছপা হন না। এবারও একই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট লিখে ট্রোলের উত্তর দিচ্ছেন তিনি।
advertisement
4/10
সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য সম্প্রতি তাদের সম্পর্কের ইতি টেনেছেন এবং সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে এই তথ্যটি শেয়ার করেছেন। তাদের সম্পর্ক ভাঙায় ভক্তরা হতবাক। সোশ্যাল মিডিয়ায় একাংশ নেটিজেনরা মোটা অঙ্কের ভরণপোষণের দাবিতে সামান্থাকে ট্রোল করতে শুরু করে। সামান্থাকে ট্রোল করে একজন ট্যুইট করে বলেছেন, 'একজন বিবাহবিচ্ছেদকারী ৫০ কোটি ট্যাক্স ফ্রি টাকা লুট করেছে!' ট্রোলের জবাবে, সামান্থা বাকরুদ্ধ হন এবং উপযুক্ত জবাব দিয়ে বলেন, 'ঈশ্বর আপনার মঙ্গল করুন।'
advertisement
5/10
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর নাম সবচেয়ে বেশি শিরোনামে ছিল এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগও উঠেছিল। রিয়ার অ্যাকাউন্ট স্ক্যান করা হয়েছিল, যেখানে তার কেনাকাটার খরচও প্রকাশ করা হয়েছিল। একই সময়ে, মহেশ ভাটের সঙ্গে ছবি ভাইরাল হয়ে গেলেও রিয়াকে প্রচুর ট্রোল করা হয়েছিল। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে থাকার জন্য অনেকে রিয়া চক্রবর্তীকে 'গোল্ড ডিগার' ট্যাগ দেন। তবে একটি পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কটাক্ষ করেছেন তিনি।
advertisement
6/10
মালাইকা অরোরা সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়। তাঁকে নিয়ে কথাও কম হয় না৷ কখনও তাঁর ড্রেসিং সেন্স নিয়ে আবার কখনও অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তাঁকে ট্রোল করা হয়। ২০১৭ সালে, যখন মালাইকা অরোরা আরবাজ খানের বিবাহবিচ্ছেদ হয় তখন ভরণপোষণ নিয়ে গুজব রটে৷ বিদ্বেষীরা তাকে 'গোল্ড ডিগার' বলে ডাকতে শুরু করে। তবে, মালাইকা বিদ্বেষীদের উপযুক্ত জবাব দিয়ে তাদের কথা বলা বন্ধ করে দেন।
advertisement
7/10
ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করার পর অনেকেই শিল্পা শেঠিকে 'গোল্ড ডিগার' ট্যাগ দিতে শুরু করেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে অভিনেত্রী শুধুমাত্র এবং শুধুমাত্র অর্থের জন্য ডিভোর্সি ব্যক্তিকে বিয়ে করেছেন।
advertisement
8/10
বিদ্যা বালান এবং রানি মুখোপাধ্যায়ের নামও এই তালিকায় রয়েছে। সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিয়ের পর, যখন বিদ্যা বালান এবং রানি মুখোপাধ্যায় আদিত্য চোপড়াকে বিয়ে করেছিলেন, তখন থেকেই এই দুই অভিনেত্রীকে গোল্ড ডিগার ট্যাগ দিতে ছাড়েননি নিন্দুকরা৷
advertisement
9/10
আয়েশা টাকিয়া ২০০৯ সালে আবু আজমির ছেলে ফারহান আজমিকে বিয়ে করেন৷ তখন থেকে তাঁকেও 'গোল্ড ডিগার' বলা শুরু হয়। এর একমাত্র কারণ ছিল ফারহান রাজনীতি ও ভাল ব্যবসায়ী পরিবারের এবং আয়েশা বলিউডে সেই নাম কামাতে পারেননি।
advertisement
10/10
এই তালিকায় জুহি চাওলার নামও রয়েছে। যখন তিনি ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন, তখন লোকেরা তাকে 'গোল্ড ডিগার' বলে ডাকতে শুরু করে। জুহি জয় মেহতার দ্বিতীয় স্ত্রী। জয়ের প্রথম স্ত্রী ছিলেন সুজাতা বিড়লা, যিনি ১৯৯০ সালে দুর্ঘটনায় মারা যান।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Gold Digger| Bollywood Actress: শুধু সুস্মিতাই নন, ৯জন বিখ্যাত বলি অভিনেত্রীর সঙ্গে জুড়েছে Gold Digger ট্যাগ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল