Bollywood News|| বিকিনিতে স্বছন্দ! প্রায় উন্মুক্ত শরীরে ঘুম কেড়ে নেন আঠারো-আশির! চেনেন 'এই' বলি অভিনেত্রীকে!
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Bollywood News: ২০১১ সালে লুভ রঞ্জন পরিচালিত ২০১১ সালের চলচ্চিত্র 'পেয়ার কা পঞ্চনামা'য় অভিনয়ের পরে। বলা ভাল সেটিই তাঁর প্রথম সিনেমায় অভিনয়। তার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। চিনে নিন অভিনেত্রীকে।
advertisement
1/10

*অভিনেত্রী সোনালি সেগল জনপ্রিয় হন ২০১১ সালে লুভ রঞ্জন পরিচালিত ২০১১ সালের চলচ্চিত্র 'পেয়ার কা পঞ্চনামা'য় অভিনয়ের পরে। বলা ভাল সেটিই তাঁর প্রথম সিনেমায় অভিনয়। তার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/10
*বিক্রান্ত চৌধুরি অভিনীত রায়ো বখির্তার বিপরীতে তিনি রিয়া চরিত্রে অভিনয় করেছিলেন। সোনালিকে পেয়ার কা পঞ্চনামা ২ এবং ওয়েডিং পুল্লাভ-এও দেখা গিয়েছিল। দুটি সিনেমাই মুক্তি পায় একইদিনে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/10
*সম্প্রতি সোনালি সেগলকে দেখা গিয়েছে থামস-আপের জনপ্রিয় একটি বিজ্ঞাপনে সলমন খানের সঙ্গে। অভিনয়ের পাশাপাশি সোনালি জনপ্রিয় মডেল। তাঁর মেদহীন চেহারা দেখলে তা বুঝতে পারেন অনেকেই। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/10
*তাঁর একের পর এক বিকিনি পরিহিত ছবি ঝড় তলে সোশ্যাল মিডিয়ায়। বলা ভাল তিনি বিকিনিতে খুবই স্বচ্ছন্দ। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
5/10
*পিঙ্ক ড্রেসে সোনালিকে দেখলে চোখ ফেরাতে পারবেন না। তাঁর শরীরী আবেদনে ঝড় ওঠে আঠারো থেকে আশির মনে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
6/10
*বিকিনিতে পুলের জলে সোনালি। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
7/10
*পিঙ্ক বিকিনিতে অভিনেত্রী যেন মোহময়ী। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
8/10
*সোনালি সেগলের জন্ম ১৯৮৯ সালে। মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে তিনি ছিলেন পরিচিত র্যাম্প মডেল।
advertisement
9/10
*আতিফ আসলাম, কানাডিয়ান সংগীতশিল্পী প্রেম এবং ডা. জিউস-র মিউজিক ভিডিওতে তাঁকে দেখতে পেয়েছিলেন দর্শকরা। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
10/10
*সোনালি সানি সিং, সুপ্রিয়া পাঠক, পুনম ধিলন অভিনীত এবং নভোজিৎ গুলাটি পরিচালিত রোম্যান্টিক-কমেডি চলচ্চিত্র জয় মাম্মি দি-তে মূখ্য চরিত্রে অভিনয় করেন। ছবি: ইনস্টাগ্রাম।