TRENDING:

Bollywood Actress: ‘আমি নিজেই নষ্ট করেছি আমার কেরিয়ার’, পরপর ব্লকবাস্টার হিট, হঠাত্‍ কেন অভিনয় ছেড়ে দিলেন অজয়, অক্ষয়ের নায়িকা? বাঙালি অভিনেত্রীকে চিনতে পারছেন?

Last Updated:
Bollywood Actress: একসময় তাঁর ছবি মানেই ছিল হিট। উল্কার গতিতে উত্থ্বান, আবার উল্কাপতনের গতিতেই হারিয়ে গিয়েছেন বলিউডের বাঙালি নায়িকা
advertisement
1/8
‘নিজেই নষ্ট করেছি কেরিয়ার’, পরপর ব্লকবাস্টার হিট, হঠাত্‍ হঠাত্‍ কেন অভিনয় ছেড়ে দিলেন?
ব্লকবাস্টার ডেবিউ। হিট দিয়ে প্রবেশ বলিউডে। ব‍্যাস, তারপর রূপকথার মতো উত্থ্বান। একের পর হিট। প্রথম সারীর নায়কদের সঙ্গে পর্দায় অভিনয়। নাচ, সৌন্দর্য‍্য দিয়ে মন জয় দর্শকের। পাশের বাড়ির মেয়েটি রাতারাতি তারকা।
advertisement
2/8
তারপর হঠাত্‍ করেই কীভাবে যেন বলিউডের নক্ষত্রখচিত আকাশ থেকে হারিয়ে গেল সেই তারা। সেলেব্রিটি থেকে আলোর জগতকে বিদায়। কী কারণে হারিয়ে গেলেন কেরিয়ারের শীর্ষে থাকা নায়িকা? শুনে মনে হতে পারে বলিউডেরই কোনও চেনা সিনেমার গল্প।
advertisement
3/8
তবে এ গল্প কোনও সিনেমার পর্দার নয়। একসময় পর্দা কাঁপানো এক নায়িকার জীবনের। তিনি আবার বাঙালি। একসময় তাঁর ছবি মানেই ছিল হিট। উল্কার গতিতে উত্থ্বান, আবার উল্কাপতনের গতিতেই অন্ধকারে ডুব। চিনতে পারছেন বলিউডের এককালের নামজাদা নায়িকাকে?
advertisement
4/8
তিনি রিমি সেন। ‘ধুম’, ‘হাঙ্গামা’, ‘গোলমাল’, ‘ফির হেরা ফেরি’ এবং ‘কিঁউ কি’। রিমি সেনের ঝুলিতে ছবির সংখ‍্যা অসংখ‍্য। প্রায় সবকটাই হিট। এতগুলি হিট ছবিতে অভিনয়ের পরেও কেন বলিউডকে বিদায় জানালেন নায়িকা?
advertisement
5/8
২০০৩ সালে বলিউডে ‘হাঙ্গামা’ ছবি দিয়ে। এই ছবি হিট হওয়ার পরেই কলকাতার বাঙালি মেয়ে শুভমিত্রা সেন রাতারাতি হয়ে গেলেন রিমি সেন। মডেলিং এবং বিজ্ঞাপনের ছোট জানলা পেরিয়ে সিনেমার বড় দরজা খুলে গেল তাঁর জন‍্য।
advertisement
6/8
অভিনয়ের পাশাপাশি শুরু করলেন প্রযোজনাও। ২০১৫ সালে, তিনি রিয়েলিটি টেলিভিশন শো বিগ বস ৯-এও উপস্থিত হয়েছিলেন। কমেডি ছবিতে তাঁর নিঁখুত কমিক টাইমিং, অভিনয় এবং নাচের প্রশংসা, বং-বিউটির সৌন্দর্য নিয়েও চলেছে চর্চা। কেরিয়ারের তখন শীর্ষে নায়িকা।
advertisement
7/8
কিন্তু কেরিয়ারের সেরা সময়েই অভিনয় থেকে দূরে চলে যান নায়িকা! কেন? দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে রিমি জানিয়েছিলেন, ‘‘আমি নিজেই আমার কেরিয়ার নষ্ট করেছি।’’ অ‍ন‍্য কাউকে নয়, বরং নিজেকেই হারিয়ে যাওয়ার জন‍্য দোষারোপ করেছেন রিমি।
advertisement
8/8
তিনি জানিয়েছিলেন কমেডি এবং রোম‍্যান্টিক ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হওয়ার পর বারবার এই ধরণের ছবিরই অফার পেতে শুরু করেন তিনি। তবে অভিনেত্রীর শিল্পী সত্তা চেয়েছিল একটু অন‍্য কিছু করতে। কিন্তু সে সুযোগ তিনি নাকি পাননি। তাই খ‍্যাতির মধ‍্যগগনেই বলিউডে বিদায় জানিয়েছেন নায়িকা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actress: ‘আমি নিজেই নষ্ট করেছি আমার কেরিয়ার’, পরপর ব্লকবাস্টার হিট, হঠাত্‍ কেন অভিনয় ছেড়ে দিলেন অজয়, অক্ষয়ের নায়িকা? বাঙালি অভিনেত্রীকে চিনতে পারছেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল