‘এক প্রযোজক বলেছিলেন, কাজ পেতে হলে আমাকে সন্তুষ্ট করো’, মুখ খুললেন ‘খিচড়ি’র অভিনেত্রী
Last Updated:
advertisement
1/6

• ‘খিচড়ি’-তে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন তিনি ৷ তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল ৷ মিষ্টি চিক্কি-কে আজও ভুলতে পারেননি মানুষ ৷ কিন্তু সেই রিচা বঢরাকেই শুনতে হয়েছিল কুরুচিকর প্রস্তাব ৷
advertisement
2/6
• সম্প্রতি ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া একটি সাক্ষাৎকারে রিচা জানান, কী ভাবে কাস্টিং কাউচের মতো সমস্যার মুখোমুখি দাঁড়াতে হয়েছিল তাঁকে ৷ একজন প্রযোজক তাঁকে বলেছিলেন ‘‘আমাকে সন্তুষ্ট করতে পারলে কাজ পাবে ৷’’
advertisement
3/6
• রিচা জানান, প্রথম দিকে তাঁকে কোনওরকম সমস্যায় পরতে হয়নি ৷ কিন্তু বিয়ের পর যখন আবার কামব্যাকের চেষ্টা করলেন তখনই অনেক খারাপ প্রস্তাব এসেছিল তাঁর কাছে ৷
advertisement
4/6
• রিচা জানান, ওই কাস্টিং ডিরেক্টর তাঁকে একটি হোটেলে ডেকে পাঠিয়েছিলেন ৷ কিন্তু সেই প্রস্তাবে রাজি না হয়ে রিচা জানান, তিনি কফিশপে দেখা করতে চান ৷ এরপরেই তাঁর কেরিয়ার প্রায় শেষ হয়ে যায় ৷
advertisement
5/6
• ‘বা বহু অউর বেবি' এবং ‘মিসেস তেন্ডুলকর'-এর মতো টেলিভিশন শো-তে দেখা গিয়েছে রিচাকে ৷
advertisement
6/6
• তবে শুধু কাস্টিং কাউচ নয়, বডি শেমিংয়ের জন্যও একাধিকবার ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে তাঁকে ৷