TRENDING:

Guess the Celebrity: জীবনটাই যেন 'নরক'...! ছোটবেলা থেকেই অসহ্য কষ্ট-যন্ত্রণা! টেকেনি সংসার, মেলেনি সন্তান সুখ, আজও তিনি বলিউডের...

Last Updated:
Guess the Celebrity: চোখে কাজল, কপালে কালো টিপ, মায়ের কোলে হাসিমুখে পোজ দিয়েছেন বলি নায়িকা৷ আজ যতটা হাসিখুশি তিনি থাকেন ঠিক ততটাই ছোটবেলায় কষ্টের মধ্য দিয়ে কাটিয়েছেন তিনি৷ এমনকী অভিনেত্রী হতেও কোনওদিন চাননি তিনি৷ তবে অভিনয়ে এসেই তিনি মন জয় করে নিয়েছেন৷ আজ তিনি বলিউডের এভারগ্রীন৷
advertisement
1/7
জীবনটাই যেন 'নরক'..! ছোটবেলা থেকেই অসহ্য কষ্ট-যন্ত্রণা! টেকেনি সংসার, মেলেনি সুখ
বলিউড তারকাদের ছোটবেলার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া সর্বদাই তোলপাড়৷ সম্প্রতি নেটদুনিয়ায় এমন এক তারকার ছবি ভাইরাল হয়েছে যিনি সৌন্দর্য, চোখের চাহনি, হাসি ও অভিনয় দিয়ে কোটি কোটি মানুষের মন জিতে নিয়েছেন৷ মায়ের কোলে ছোট্ট এই শিশুটি আজ বলিউডের এভারগ্রীন অভিনেত্রী৷
advertisement
2/7
চোখে কাজল, কপালে কালো টিপ, মায়ের কোলে হাসিমুখে পোজ দিয়েছেন বলি নায়িকা৷ আজ যতটা হাসিখুশি তিনি থাকেন ঠিক ততটাই ছোটবেলায় কষ্টের মধ্য দিয়ে কাটিয়েছেন তিনি৷ এমনকী অভিনেত্রী হতেও কোনওদিন চাননি তিনি৷ তবে অভিনয়ে এসেই তিনি মন জয় করে নিয়েছেন৷ আজ তিনি বলিউডের এভারগ্রীন অভিনেত্রী রেখা৷
advertisement
3/7
রেখা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি যখন খুব ছোট ছিলেন তখন তাঁর বাবা তাঁর মাকে ছেড়ে চলে যান এবং তাঁর মা -বোনদেরও দায়িত্ব নেননি৷ এমন পরিস্থিতিতে রেখা পরিবারের দায়িত্ব নেওয়ার দায়িত্ব নেন৷
advertisement
4/7
রেখা পেশায় একজন বিমান সেবিকা হতে চেয়েছিলেন এবং সারা বিশ্ব ভ্রমণ করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর ভাগ্যে সাধ দেয়নি৷ তবে অভিনেত্রী হওয়ার পরেও, তিনি সারা বিশ্ব ভ্রমণ করেছিলেন৷
advertisement
5/7
বাবা ছেড়ে চলে যাওয়ার পর মা পুষ্পাবলির সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন রেখা৷ তিনি একাই পরিবারের দায়িত্ব নিয়ে সমস্ত ভাই-বোনদের বড় করেছেন৷ এবং পরিবারের দায়িত্ব নিতে গিয়ে অভিনয়ে জগতে এসে সকলের মন রাতারাতি জয় করে নিয়েছেন রেখা৷
advertisement
6/7
চলচ্চিত্র জীবনের পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা আজও তুঙ্গে৷ হাজারও পুরুষ আজও তাঁর সৌন্দর্যে মুগ্ধ৷ জীবনে একাধিক প্রেমও এসেছে নায়িকার৷ তবে কোনওপ্রেমই সেভাবে টেকেনি৷ প্রেম থেকে বিয়ে রেখার পুরো জীবনটাই যেন রূপোলি পর্দার চিত্রনাট্য৷
advertisement
7/7
গ্ল্যামার ক্যুইন রেখার কোনও সম্পর্কও বেশিদিন টেকেনি। দিল্লীর শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে ১৯৯০ সালে বিয়ে হয় রেখার। বিয়ের এক বছরের মধ্যেই আত্মহত্যা করে মুকেশ। এখানেই শেষ নয়, একের পর এক সম্পর্ক এসেই গেছে অভিনেত্রীর জীবনে। মন দেওয়ার মধ্যেই কখনও কেউ ছেড়ে চলে গেছে আবার নিজেও কাউকে ছেড়ে চলে এসেছেন এই বলি ডিভা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Guess the Celebrity: জীবনটাই যেন 'নরক'...! ছোটবেলা থেকেই অসহ্য কষ্ট-যন্ত্রণা! টেকেনি সংসার, মেলেনি সন্তান সুখ, আজও তিনি বলিউডের...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল