Bollywood Actress: ১৫ বছরের নায়িকাকে ‘জোর করে চুমু’ ৩২ বছরের নায়কের! সেটেই হাউ হাউ করে কান্না তারকা-কন্যার, অভিনেত্রীকে চিনতে পারছেন?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Bollywood Actress: সদ্য বলিউডে পা দিয়েছে ১৫ বছরের কিশোরী। প্রথম ছবির শ্যুটিংয়েই মারাত্মক অভিজ্ঞতা। কিশোরী নায়িকাকে না জানিয়েই জোর করে চুম্বনের দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়। হাউ হাউ করে কেঁদে ফেলেন অভিনেত্রী। এখন তিনি সুপারস্টার। জানেন কে তিনি?
advertisement
1/11

সদ্য বলিউডে পা দিয়েছে ১৫ বছরের কিশোরী। প্রথম ছবির শ্যুটিংয়েই মারাত্মক অভিজ্ঞতা। কিশোরী নায়িকাকে না জানিয়েই জোর করে চুম্বনের দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়। হাউ হাউ করে কেঁদে ফেলেন অভিনেত্রী। এখন তিনি সুপারস্টার। জানেন কে তিনি?
advertisement
2/11
সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় বর্তমানে খুবই সাধারণ বিষয়। একাধিক নিয়ম মেনে, অভিনেতা অভিনেত্রীদের সম্মতিক্রমে তবেই শ্যুট করা হয় ঘনিষ্ঠ দৃশ্য। রয়েছেন ইন্টিমেসি কোঅর্ডিনেটরাও।
advertisement
3/11
কিন্তু যে সময় ১৫ বছরের কিশোরী নায়িকার সঙ্গে এই ঘটনা ঘটে তখন বলিউড এত পরিণত হয়নি। কোনও ইন্টিমেসি কোঅর্ডিনেটরও ছিল না।
advertisement
4/11
কিন্তু যে সময় ১৫ বছরের কিশোরী নায়িকার সঙ্গে এই ঘটনা ঘটে তখন বলিউড এত পরিণত হয়নি। কোনও ইন্টিমেসি কোঅর্ডিনেটরও ছিল না।
advertisement
5/11
সালটা ১৯৬৯। দক্ষিণী সুপারস্টার এক নায়কের তরুণী কন্যা পা রাখলেন বলিউডে। ছবির নাম প্রথমে ছিল ‘আনজান সফর’, পরে এই ছবির নাম বদল করে রাখা হয় ‘দো শিকারি’।
advertisement
6/11
১৫ বছরের কিশোরী নায়িকার বিপরীতে নায়ক বলিউডের সুদর্শন বাঙালি হিরো ৩২ বছরের বিশ্বজিত্ চট্টোপাধ্যায়। ছবির পরিচালক কুলজিত্ পাল।
advertisement
7/11
এই ছবিতেই চুমুর দৃশ্যকে ঘিরে দেখা দেয় বিতর্ক। ছবির নায়িকা কে ছিলেন বলুন তো? সেই ১৫ বছরের কিশোরী আজকের সুপারস্টার নায়িকা রেখা।
advertisement
8/11
রেখা তাঁর আত্মজীবনী ‘রেখা-দ্য আনটোল্ড স্টোরি’তে এই ঘটনার কথা উল্লেখ্য করেছেন। তাঁর আত্মজীবনী অনুযায়ী, রেখার অনুমতি ছাড়াই ছবিতে একরকম জোর করে চুমুর দৃশ্য ঢুকিয়ে দিয়েছিলেন পরিচালক এবং ছবির নায়ক বিশ্বজিত্।
advertisement
9/11
অভিনেত্রী তাঁর আত্মজীবনীতে বলেছেন, ছবিতে একটি দৃশ্য ছিল যেখানে বিশ্বজিত্ এবং রেখার একটি প্রেমের দৃশ্য দেখানো হবে। কিন্তু শ্যুটিং শুরু হওয়ার পরেই রেখাকে চুমু খেতে শুরু করেন বিশ্বজিত্। রেখার কথায়, তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন। পরিচালকও শটটি কাট বলেননি। শ্যুটের পর সেটে হাউ হাউ করে কাঁদতে শুরু করেন রেখা, ভয় পেয়েছিলেন তিনি।
advertisement
10/11
রেখার কথায়, তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন। পরিচালকও শটটি কাট বলেননি। শ্যুটের পর সেটে হাউ হাউ করে কাঁদতে শুরু করেন রেখা, ভয় পেয়েছিলেন তিনি।
advertisement
11/11
এই চুম্বনের দৃশ্যকে ঘিরে দেখা দেয় একাধিক বিতর্ক। পরবর্তীকালে বিশ্বজিত্ চট্টোপাধ্যায়কে এই বিষয়ে এক সাক্ষাত্কারে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি সেটাই করেছিলেন যা তাঁকে পরিচালক করতে নির্দেশ দিয়েছিলেন।