Radhika Apte: ভয়ঙ্কর অবস্থা! জল-খাবার তো দূর, শৌচাগারও নেই, চরম হয়রানির শিকার রাধিকা, যা হল নায়িকার...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Radhika Apte: এবার বড়সড় বিপাকে পড়লেন রাধিকা আপ্তে৷ বিমানবন্দরে ভয়ানক অবস্থা হল নায়িকার৷ যা তিনি নিজেই শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে৷ যা শুনলে আপনিও চমকে যাবেন৷
advertisement
1/6

বি-টাউনের প্রথমসারির অভিনেত্রীর মধ্যে নিঃসন্দেহে বলা যায় রাধিকা আপ্তের নাম। ডি-গ্ল্যাম লুকের বাইরেও সাহসী অভিনেত্রী হিসেবেও যথেষ্ঠ নামডাক রয়েছে রাধিকার। বরাবরই ভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন।
advertisement
2/6
বলিউডেই সীমাবদ্ধ নেই তিনি। বলি গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ময়দানেও রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন রাধিকা আপ্তে। একের পর এক ছবিতে অভিনয় করে রীতিমতো দর্শকদের মন জয় করে নিয়েছেন রাধিকা। এবং একটু অন্যভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাধিকা ।
advertisement
3/6
এবার বড়সড় বিপাকে পড়লেন রাধিকা আপ্তে৷ বিমানবন্দরে ভয়ানক অবস্থা হল নায়িকার৷ যা তিনি নিজেই শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে৷ যা শুনলে আপনিও চমকে যাবেন৷
advertisement
4/6
রাধিকা জানান, ঘন্টার পর ঘন্টা ধরে বিমানবন্দরে আটকে ছিলেন নায়িকা৷ খাবার-জল কিছুই ছিল না, এমনকি শৌচাগার পর্যন্তও দীর্ঘক্ষণ বন্ধ ছিল৷ ফ্লাইট দেরির কারণে তিনি এবং অন্যান্য যাত্রীরা অ্যারোব্রিজের ভিতরে লক হয়েছিলেন৷ তবে অভিনেত্রী এয়ারলাইন্সের নাম প্রকাশ করতে চাননি৷
advertisement
5/6
নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী৷ ফ্লাইট দেরি করার কারণে যাত্রীদের অ্যারোব্রিজে রাখা হয়েছিস৷ এবং এয়ারলাইন্সের কর্মীরা তাদের ভিতর থেকে তালাবন্ধ করে দিয়েছিল৷
advertisement
6/6
রাধিকা আরও জানান, আজ সকাল সাড়ে আটটায় আমার ফ্লাইট ছিল৷ ১০.৫০-এও ফ্লাইট ছাড়েনি৷ বিমানবন্দর থেকে বলা হয়েছে যে আমরা বোর্ডিং করছি এবং যাত্রীদের অ্যারোব্রিজে রেখেছি৷ লক করে দেওয়া হয়েছে৷ ছোট শিশু থেকে বৃদ্ধরা ভিতরে তালাবদ্ধ হয়ে রয়েছে৷ যেখানে জল নেই, টয়লেট নেই, এমন মজার ভ্রমণের জন্য সত্যিই ধন্যবাদ৷