TRENDING:

পুরুষসঙ্গ, উচ্ছৃঙ্খল জীবন, শরীরী মোচড়ে তোলপাড় পুরুষ-হৃদয়! বচ্চনের এই নায়িকার পচে গিয়েছিল পা... মৃত্যু আজও রহস্য

Last Updated:
১৯৮৯-তে শোনা গিয়েছিল তিনি প্যারানয়েড স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত। ইন্ডাস্ট্রি তাঁর ইমেজ নষ্ট করতে এই ধরনের ভুল খবর রটাচ্ছে বলে দাবি করেছিলেন পরভিন ববি।
advertisement
1/8
পুরুষসঙ্গ, উচ্ছৃঙ্খল জীবন, শরীরী মোচড়ে তোলপাড় পুরুষ-হৃদয়! বচ্চনের নায়িকার পচে গিয়েছিল পা
৮০ দশকে খ্যাতির শীর্ষে ছিলেন পরভিন ববি। কিন্তু একসময় ছন্দপতন হল। মহেশ ভাটের সঙ্গে তাঁর সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে বারংবার মিডিয়ার আক্রমণে তিনি বিধ্বস্থ হয়ে পড়েছিলেন। সিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত হন। নিউ ইয়র্কেও চলে যান ১৯৮৩ সালে। ৬ বছর বাদে মুম্বইয়ে ফিরে আসেন। কিন্তু কীসের যেন একটা ভয় পিছু নিয়েছিল তাঁর। জীবনের শেষদিকে ছিল সীমাহীন দারিদ্র…টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছিলেন না। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ২০০৫-এর জানুয়ারিতে মৃত অবস্থায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। মৃত্যুর ২ দিন বাদে। প্রতিবেশিরা বলেছিলেন, ৩ দিন ধরে দুধ ও খাবরের কাগজ নিচ্ছিলেন না অভিনেত্রী। সেই থেকেই সন্দেহ দানা বাঁধে এবং পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে দেখেন, মাটিতে পড়ে রয়েছে পরভিনের দেহ। অনেকে এও বলেন, তাঁর একটা পায়ে নাকি গ্যাংগ্রিন-ও ছিল।
advertisement
2/8
মহেশ ভাট ও পরভিন বাবির 'অভিশপ্ত' প্রেম। প্রেমে পাগল মহেশ স্ত্রীকে পর্যন্ত ছেড়ে এসে পরভিনের সঙ্গে থাকতে শুরু করেছিলেন। কিন্তু ধীরেধীরে নানা মানসিক সমস্যায় বিপর্যস্ত হয়ে ওঠে পরভিনের জীবন এবং একসময় মহেশ ভাট পরভিন বাবিকে ছেড়ে চলে যান।
advertisement
3/8
পরভিন বাবির সঙ্গে সম্পর্কে জড়ান কবীর বেদীও। কিন্তু দু'জনের বিয়ে হয়নি। কবীর বেদির সঙ্গে ব্রেক-আপে বিধ্বস্থ হয়ে পড়েন পরভিন বাবি।
advertisement
4/8
শরীরী ভাষা ও পোশাকে নিজের সময় তথা সমসাময়িক নায়িকাদের থেকে অনেক এগিয়ে ছিলেন পরভিন৷ অবলীলায় ও সহজ স্বাচ্ছন্দ্যে অনস্ক্রিন ফ্লার্ট করতে পেরেছিলেন অমিতাভ বচ্চনের মতো নায়কের সঙ্গে৷
advertisement
5/8
‘দিওয়ার’, ‘নমক হালাল’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘শান’-এর মতো সুপারহিট ছবির সাফল্যের বড় কারিগর ছিলেন তিনিই৷
advertisement
6/8
অমিতাভ বচ্চনের সঙ্গে পরভিন বাবির জুটি ছিল সুপারহিট৷ দর্শকরা মজেছিলেন তাঁদের অনস্ক্রিন রসায়নে৷ একসঙ্গে কাজ করেছেন ১৫ টিরও বেশি হিন্দি ছবিতে৷
advertisement
7/8
১৯৮৯-তে শোনা গিয়েছিল তিনি প্যারানয়েড স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত। ইন্ডাস্ট্রি তাঁর ইমেজ নষ্ট করতে এই ধরনের ভুল খবর রটাচ্ছে বলে দাবি করেছিলেন পরভিন ববি।
advertisement
8/8
IMDb একটি রিপোর্টে জানতে পারা গিয়েছে ৮০-র দশকে যখন দোস্তানা ছবির শ্যুট চলছিল ঠিক তখন সেই সময়ে পারভিন ববির বেঙ্গালুরুতে চিকিৎসা চলছিল ৷ তবে এই কথা কখনওই স্বীকার করেননি পরভিন নিজে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
পুরুষসঙ্গ, উচ্ছৃঙ্খল জীবন, শরীরী মোচড়ে তোলপাড় পুরুষ-হৃদয়! বচ্চনের এই নায়িকার পচে গিয়েছিল পা... মৃত্যু আজও রহস্য
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল