Bollywood Actress: একটা সিনেমার জন্য নেন ৪০ কোটি, ইনিই সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা, কে বলুন তো? দীপিকা, আলিয়া, অনুষ্কা নন কিন্তু
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
দীপিকা-অনুষ্কা-আলিয়াকে বলে বলে গোল মেরে তিনি একটা সিনেমার জন্য নেন ৪০ কোটি, কার কথা হচ্ছে বলুন তো?
advertisement
1/9

সদ্য বক্সঅফিস কাঁপাচ্ছে সারা আলি খান! 'মেট্রো ইন দিনো'তে সৈফ কন্যার সাবলীল অভিনয় মুখে মুখে ফিরছে! ততটাই প্রাসঙ্গিক কঙ্গনার অভিনয়। অন্যদিকে বলিউড কাঁপিয়ে-দাপিয়ে বেড়াচ্ছেন দীপিকা, আলিয়া, কিয়ারা-রা! সিনিয়রদের মধ্যে ঐশ্বর্য, রানি, কাজল-রা তো আছেনই! বলা চলে, বলিউডে ইদানীং হিরোদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে হিরোইনদের রাজ! কিন্তু একটা জিনিস কি জানেন, এরা কেউ-ই সবথেকে বেশি টাকা পাওয়া ভারতীয় নায়িকা নন! সেই খেতাবের মালকিন অন্য একজন। দীপিকা-অনুষ্কা-আলিয়াকে বলে বলে গোল মেরে তিনি একটা সিনেমার জন্য নেন ৪০ কোটি, কার কথা হচ্ছে বলুন তো?
advertisement
2/9
এই হিরোইন-ই প্রথম নায়িকাদের ক্ষেত্রে ১ কোটি পারিশ্রমিকের বেড়াজাল ভেঙেছিলেন। তাঁর হাত ধরেই বলিটাউনে নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোর প্রক্রিয়া শুরু। শুধু বলিউড নয়, এই নয়িকা সাফল্যের সঙ্গে একধিক কাজ করেছেন হলিউডেও। ইনিই সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা
advertisement
3/9
এই মুহূর্তে বলিউড কাঁপিয়ে বেড়াচ্ছেন দীপিকা,আলিয়া। কিন্তু তাঁরা কেউ-ই সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা নন। এই রেকর্ডের মালিকানা প্রিয়াঙ্কা চোপড়ার।
advertisement
4/9
ফোর্বস-এর রিপোর্ট অনুযায়ী, ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা ফিল্ম প্রতি নিয়ে থাকেন ৪০ কোটি, তবে এই অঙ্ক হলিউডের জন্য। হলিউডের ৪০ কোটি অর্থাৎ ৫ মিলিয়ন ডলার। ‘অ্যামাজন প্রাইম’-এর ভিডিও শো সিটাডেল-এর জন্য এই বিপুল টাকাই নিয়েছিলেন পিগি চপস।
advertisement
5/9
\তবে, ভারতেও তিনি কম পারিশ্রমিক নেন না। ফোর্বস-এর রিপোর্ট অনুযায়ী,বলিউডে ছবি প্রতি প্রিয়াঙ্কা চোপড়া নিয়ে থাকেন ১৪-২০ কোটি।
advertisement
6/9
২০১০ সাল পর্যন্ত বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার রমরমা ছিল। একে একে ‘বরফি’, ‘ম্যারি কম’, ’ বাজিরাও মস্তানি’, ‘দিল ধড়কনে দো’-র মত ছবিতে তাক লাগিয়েছেন। এরপর-ই তিনি পাড়ি দেন হলিউড। ধীরে ধীরে কমতে থাকে বলিউডে ছবির সংখ্যা।
advertisement
7/9
প্রিয়াঙ্কার প্রথম হলিউডি ছবি ‘বেওয়াচ’ বিশাল হিট করে। সেটা ছিল ২০১৭ সাল। এরপর তাঁকে দেখা যায় ‘আ কিড লাইক জেক’, ‘ইসনট ইট রোম্যান্টিক’, ‘উই ক্যান বি হিরোস’, ‘দ ম্যাটরিক্স রিসারেকশন’, ‘লাভ এগেইন’-এর মত ছবিতে।
advertisement
8/9
বলিউডে পারিশ্রমিকের দিক থেকে প্রিয়াঙ্কার পর-ই যে নায়িকার নাম আসবে, তিনি হলেন দীপিকা পাড়ুকোন। ফিল্ম প্রতি তিনি নিয়ে থাকেন ১৫-৩০ কোটি।
advertisement
9/9
দীপিকার পর আছেন আলিয়া ভাট। সূত্রের খবর, তিনি প্রতি সিনেমার জন্য নিয়ে থাকেন ১৫ কোটি।