Divorce Actress: নায়িকার কপালে নেই স্বামী সুখ! শ্যুটিং সেটে প্রেমের পর বিয়ে টিকল না বেশি দিন, একাই করছেন ছেলেকে মানুষ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বলিউডে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা তাঁদের সন্তানদের সিঙ্গল মাদার হিসেবে লালন-পালন করছেন এবং একই সঙ্গে কেরিয়ারেও উন্নতি ঘটছে
advertisement
1/8

অভিনয় করার সময় শ্যুটিং সেটে সহ-অভিনেতার প্রেমে পড়েন৷ তারপরই বিয়ের সিদ্ধান্ত নেন দু’জনে৷ তবে কপালে ছিল না দাম্পত্য সুখ৷ বিয়ের কয়েক বছরের মধ্যেই বিচ্ছেদের ঘোষণা করেন তাঁরা৷
advertisement
2/8
বলিউডে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা তাঁদের সন্তানদের সিঙ্গল মাদার হিসেবে লালন-পালন করছেন এবং একই সঙ্গে কেরিয়ারেও উন্নতি ঘটছে৷ এমনই একজন অভিনেত্রীর কঙ্কনা৷ তাঁর পেশাগত জীবন যতটা সফল, ব্যক্তিগত জীবন ততটাই অশান্তিতে ভরপুর।
advertisement
3/8
অসাধারণ অভিনেত্রী! পরিচালক হিসেবেও নিজের ছাপ রাখছেন ধীরে ধীরে৷ তাঁর রক্তেই রয়েছে অভিনয়ের গুণ৷ কঙ্কণা সেনশর্মা৷ মা অর্পণা সেনের যোগ্য মেয়ে তিনি৷
advertisement
4/8
২০০৬ সালে ‘মিক্সড ডাবলস’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন রণবীর শোরে এবং কঙ্কনা সেন শর্মা। ছবির স্ক্রিপ্ট পড়ার সময় এবং শুটিং চলাকালীন, তাঁরা দুজনেই প্রায়শই একসঙ্গে সময় কাটাতেন এবং সেই থেকে শুরু হয় তাঁদের প্রেম৷
advertisement
5/8
বহু বছর প্রেমের পর ডেট তাঁদের সম্পর্কের বিষয়ে নীরবতা ভাঙেন কঙ্কনা-রণবীর৷ হঠাৎ বাগদানের ঘোষণা করেন এবং সম্পর্ককে আনুষ্ঠানিক করে তোলেন। বাগদানের পরপরই, এই ২০১০ সালে বিয়ে করেন তাঁরা।
advertisement
6/8
কঙ্কনা সেন শর্মা এবং রণবীর শোরের বিয়ের অনুষ্ঠান ছিল একেবারেই পারিবারিক৷ শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা এই দম্পতির বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের এক বছর পর প্রথম সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী কঙ্কণা।
advertisement
7/8
২০১১ সালে তাঁদের ছেলে হারুনের জন্ম হয়। ছেলের জন্মের পরপরই এই দম্পতির সম্পর্কে ফাটল শুরু হয়, এরপর ২০১৫ সালে দু’জনেই আলাদা হয়ে যান। ২০২০ সালে তাঁদের পাকাপাকিভাবে বিবাহবিচ্ছেদ হয়।
advertisement
8/8
তবে তাঁরা দুজনেই একসঙ্গে তাঁদের ছেলেকে মানুষ করেছেন।