Bollywood Actress: ১৭ বছরেই তুঙ্গে কেরিয়ার, ২৩ বছরে ‘মধুচক্র কাণ্ডে’ গ্রেফতার! এক ভুলে ধ্বংস কেরিয়ার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি অভিনেত্রীকে চিনতে পারছেন?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Bollywood Actress: ছোট্ট বয়সেই অসাধারণ অভিনয় করে মন কেড়ে নেন দর্শকদের। শিশুশিল্পী হিসেবেই পেয়েছিলেন জাতীয় পুরষ্কার। তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সকলে।
advertisement
1/13

ফিল্মি দুনিয়ায় পা রেখেই ঘুরে ভাগ‍্যের চাকা। একটা হিট, তারপরেই রাতারাতি নামের পাশে জুড়ে যায় তারকা তকমা। কিন্তু হঠাত্‍ পাওয়া খ‍্যাতির ইমারত মুহূর্তে ভেঙে পড়তে পারে তাসের ঘরের মতো।
advertisement
2/13
বলিউডের বহু অভিনেতা অভিনেত্রীর জীবনের উত্থ্বান পতনের গল্প হার মানায় সিনেমার গল্পকেও। তেমনই বলিউডের এই নায়িকার জীবন। খুব ছোট বয়সে শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রাখেন নায়িকা।
advertisement
3/13
ছোট্ট বয়সেই অসাধারণ অভিনয় করে মন কেড়ে নেন দর্শকদের। শিশুশিল্পী হিসেবেই পেয়েছিলেন জাতীয় পুরষ্কার। তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সকলে।
advertisement
4/13
মসৃণভাবে শুরু হয়েছিল তাঁর সিনে জগতের যাত্রা। মাত্র ১৭ বছর বয়সেই নজরকাড়া সাফল‍্য পেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু যেমন দ্রুত গতিতে এগিয়েছিল তাঁর কেরিয়ারের গ্রাফ, একটি ঘটনায় তা হঠাত্‍ হারিয়ে যায়।
advertisement
5/13
শাবানা আজমীর মতো দেশের অ‍ন‍্যতম সেরা অভিনেত্রীর সঙ্গে পর্দায় দাপুটে অভিনয় করে শিশুশিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী শ্বেতা বাসু প্রসাদ।
advertisement
6/13
‘মাকড়ী’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে মাত করে দেন বলিউড। এরপর শ্রেয়স তলপড়ের সঙ্গে ‘ইকবাল’ ছবিতে অভিনয় করে ফের প্রশংসার বন‍্যা।
advertisement
7/13
অভিনয়ের পাশাপাশি ধ্রুপদী সঙ্গীতেও পারদর্শী শ্বেতা। একজন দক্ষ সেতার বাদক। ২০১২ থেকে ২০১৬ টানা চার বছর তথ্যচিত্র তৈরি করেছেন ধ্রুপদী সঙ্গীতশিল্পীদের জীবনের উপরে। কাজ করেছেন স্ত্রিপ্ট কনসালট্যান্ট হিসেবেও।
advertisement
8/13
কেবল হিন্দি নয়, বাঙালি মায়ের কন‍্যা শ্বেতা বলিউডের পাশাপাশি কাজ করেছেন দক্ষিণী ছবিতেও। কাজল, সামান্থা, তৃষা, শ্রিয়াদের ভিড়ে দিব‍্যি জায়গা করে নিয়েছিলেন নিজের।
advertisement
9/13
কিন্তু মাত্র ২৩ বছর বয়সে শ্বেতার জীবনে ঘটে যায় এমন একটি ঘটনা, যা বদলে দেয় তাঁর পুরো জীবন। কালিমালিপ্ত হয়ে যায় অভিনেত্রীর সাজানো কেরিয়ার।
advertisement
10/13
২০১৪ সালে মধুচক্র জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন শ্বেতা। সে সময় সংবাদমাধ্যমে হায়দরাবাদ পুলিশের তরফেই শ্বেতার একটি বিবৃতি পাওয়া গিয়েছিল।
advertisement
11/13
সংবাদমাধ‍্যমে প্রকাশিত সেই বিবৃতিতে বলা হয়েছিল যে, অভাবে পড়েই যৌনপেশায় জড়িয়ে যেতে হয়েছে তাঁকে। পরবর্তীকালে শ্বেতা একটি চিঠিতে দাবি করেন, তাঁর যে ‘স্বীকারোক্তি’র কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, তা আদ্যোপান্ত ভুয়ো।
advertisement
12/13
২০১৮ সালে বিয়ে করেন শ্বেতা। ফের নতুন ছন্দে বাঁচতে শুরু করেন। দীর্ঘদিনের বন্ধু রোহিত মিত্তলের সঙ্গে তাঁর বিয়ে যদিও মোটেই সুখের হয়নি। জীবনে অনেক ঝড় বয়ে গেলেও ফের মূলছন্দে ফিরে এসেছেন শ্বেতা। ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’, ‘দ্য তাসখন্দ ফাইলস’-এ অভিনয় করেছেন শ্বেতা।
advertisement
13/13
তলে হাল ছাড়েননি নায়িকা। ২০২২ সালে তিনি 'ইন্ডিয়া লকডাউন' নামে একটি সিনেমায় কাজ করেন। পাশাপাশি একাধিক ওটিটি সিরিজে দেখা গিয়েছে প্রতিভাবান অভিনেত্রীকে।