‘যব প্যায়ার করে কোই…’ ৭০ বছরের অভিনেতার প্রেমে হাবুডুবু? ট্রোলের মুখে অভিনেত্রী
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Govind Namdev Shivangi Verma Photo: গোবিন্দ নামদেব দাঁড়িয়ে। আর তাঁর কাঁধে হাত দিয়ে ঘনিষ্ঠ ভঙ্গীতে পোজ দিয়েছেন অভিনেত্রী শিবাঙ্গী বর্মা। এক ঝলকে দেখলে প্রেমিক-প্রেমিকা মনে হতে বাধ্য। অনেকে তা ভাবছেনও। কেউ কেউ সরাসরি জিজ্ঞাসাও করেছেন, “আপনারা নতুন জুটি না কি?”
advertisement
1/9

“না উমর কি সীমা হো, না জনম কা হো বন্ধন/ যব প্যায়ার করে কোই, তো দেখে কেবল মন”। জগজিৎ সিংয়ের বিখ্যাত গজল। অসমবয়সী প্রেমিক-প্রেমিকাদের মনের কথা। সম্প্রতি বর্ষীয়াণ অভিনেতা গোবিন্দ নামদেবের একটি ছবি দেখে অনেকেরই জগজিৎ সিংয়ের এই গজল মনে পড়ে যাচ্ছে। Photo: Shivangi Verma/Facebook Page
advertisement
2/9
গোবিন্দ নামদেব দাঁড়িয়ে। আর তাঁর কাঁধে হাত দিয়ে ঘনিষ্ঠ ভঙ্গীতে পোজ দিয়েছেন অভিনেত্রী শিবাঙ্গী বর্মা। এক ঝলকে দেখলে প্রেমিক-প্রেমিকা মনে হতে বাধ্য। অনেকে তা ভাবছেনও। কেউ কেউ সরাসরি জিজ্ঞাসাও করেছেন, “আপনারা নতুন জুটি না কি?” অভিনেত্রীকে ট্রোলও করা হচ্ছে ব্যাপক ৷ Photo: Shivangi Verma/Facebook Page
advertisement
3/9
সোশ্যাল মিডিয়ায় এক ইউজার লিখেছেন, “কবে বিয়ে করছেন?” আরেক ইউজার রীতিমতো ব্যাঙ্গ করেছেন গোবিন্দ-শিবাঙ্গীকে। টাকার জন্য সম্পর্ক বলে কটাক্ষ করে লিখেছেন, “টাকাই সব। টাকা থাকলে না কেউ বয়স দেখে, না আর কোনও সীমা।” Photo: Shivangi Verma/Facebook Page
advertisement
4/9
দু’দিন আগে শেয়ার করা ছবিতে ইতিমধ্যে ৫০ হাজারের বেশি লাইক পড়েছে। আবার অনেকে বলছেন, নিছকই পাবলিসিটি স্টান্ট। এটা অনেকাংশে সত্যিও। আসলে একটি নতুন ছবি আসতে চলেছে। কমেডি ঘরানার সেই ছবিতে দু’জনকে একে অপরের বিপরীতে দেখা যাবে। এই নিয়ে শিবাঙ্গীও উত্তেজিত। Photo: Shivangi Verma/Facebook Page
advertisement
5/9
পুণেমিরর ডট কম-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, “ছবিতে আমার ভূমিকা বাস্তব জীবনের পুরো উল্টো।”গোবিন্দ নামদেব, বিজেন্দ্র কালার মতো প্রবাদপ্রতিম অভিনেতাদের সঙ্গে অভিনয়। এই অভিজ্ঞতার কথা জীবনেও ভুলবেন না ৩১ বছরের শিবাঙ্গী। Photo: Shivangi Verma/Facebook Page
advertisement
6/9
তিনি বলেছেন, “এই চরিত্রের জন্য অডিশন এবং লুক টেস্ট দিয়েছিলাম। আমার ব্যক্তিত্বের একেবারে উল্টো। তাই মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হয়েছিল। চরিত্রটা বুঝতে টিম, পরিচালক এবং লেখকের সঙ্গে অনেক সময় কাটিয়েছি।” Photo: Shivangi Verma/Facebook Page
advertisement
7/9
গোবিন্দ নামদেবের আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই। তিনি বলিউডের বিখ্যাত ‘ভিলেন’। ‘ব্যান্ডিট কুইন’ ‘সরফারোশ’, ‘সত্যা’-এর মতো ছবিতে তাঁর অভিনয় সিনেপ্রেমীরা চিরকাল মনে রাখবেন। প্রেম চোপড়া, অমরেশ পুরীর মতো কিংবদন্তীদের মধ্যে থেকেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন অভিনেতা। Photo: Shivangi Verma/Facebook Page
advertisement
8/9
‘শোলা অউর শবনম’ ছবি দিয়ে রূপালি পর্দায় পা রাখেন। বাকিটা ইতিহাস। তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে ‘রাজত্ব’ করছেন ৭০ বছর বয়সী গোবিন্দ নামদেব। ন্যাশনাল স্কুল অফ ড্রামা-এর ছাত্র ছিলেন। Photo: Shivangi Verma/Facebook Page
advertisement
9/9
নিজেকে কখনও নির্দিষ্ট চরিত্রের মধ্যে বেঁধে রাখেননি। নিত্যনতুন চরিত্রে অভিনয় করেছেন। তবে পরিচিতি পেয়েছেন ভিলেন হিসেবেই। Photo: Shivangi Verma/Facebook Page