Bollywood Actress Lost Memory after Accident: দুর্ভাগা হিরোইন! দুর্ঘটনায় হারালেন সৌন্দর্য্য, ফিরতে পারলেন না বলিউডে, জীবিত হয়েও রয়ে গেলেন স্মৃতির খাতায়
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Anu Aggarwal: কারণ ১৯৯৯-এ একটি দুর্ঘটনার সম্মুখীন হন এবং ২৯ দিন কোমায় ছিলেন অনু।
advertisement
1/7

এক ছবিতেই হিট হিরোইন৷ অনেক নামী নায়িকাকে দিয়েছিলেন জোড় টক্কর৷ তাঁর ছবির গান আজও ফেরে সকলের মুখে মুখে৷ কিন্তু দুর্ভাগা নায়িকা৷ একটা দুর্ঘটনা কেড়ে নিল তাঁর সৌন্দর্য৷ শেষ হল সব কিছু৷ আর তিনি সিনেমায় ফিরতে পারলেন না৷ কারণ তাঁর নায়িকাসুলভ চেহারার অভাব৷
advertisement
2/7
অনু আগারওয়াল ছিলেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী৷ ১৯৯০ সালে মুক্তি পাওয়া তাঁর প্রথম ছবি 'আশিকি' ছিল ব্লকবাস্টার হিট৷ রাতারাতি তিনি রাভিনা ট্যান্ডন, কারিশমা কাপুর সহ অনেক শীর্ষ অভিনেত্রীকে পিছনে ফেলে দেন।
advertisement
3/7
কিন্তু একটা সময় আসে যখন অনু নিজেই এই ছবির কথা ভুলে গিয়েছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন মহেশ ভাট। মুখ্য ভূমিকায় ছিলেন রাহুল রায়। ব্লকবাস্টার দেওয়ার ৫ বছর পরেই আনু নিজেকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে সরিয়ে নেন।
advertisement
4/7
কারণ ১৯৯৯-এ একটি দুর্ঘটনার সম্মুখীন হন এবং ২৯ দিন কোমায় ছিলেন অনু।
advertisement
5/7
দুর্ঘটনার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন অনু আগরওয়াল। দুর্ঘটনার পর যখন তাঁর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন, তখন তিনি নিজের ছবি আশিকি দেখেছিলেন৷ এক সাক্ষাৎকারে অনু জানিয়েছেন যে এখন ধীরে ধীরে কামব্যাকের চেষ্টা করছেন তিনি৷
advertisement
6/7
কিন্তু সেই সময় সিনেমায় নিজেকে দেখে তিনি কিছুতেই নিজেকে চিনতে পারছিলেন না৷ তাঁর মা তাঁকে বারবার বোঝাতে থাকেন যে ছবির নায়িকাই তিনি, কিন্তু তিনি তা মানতে পারছিলেন না৷
advertisement
7/7
এমনকী আশিকি ২ যখন রিলিজ করে, তখনও তাঁর প্রশ্ন ছিল যে ১ আর ২- তফাৎ কী৷ যদিও এই সিনেমা তাঁকে প্রভাবিত করেছিল৷