Bollywood Actress: স্মৃতি নষ্ট! ওই মেয়েটা কে? পর্দায় নিজেকে দেখে নিজেই চিনতে পারেননি ‘আশিকি’ খ্যাত নায়িকা? এই ঘটনাই কাল হল জীবনে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
এক ছবি দিয়েই গোটা দেশ চিনেছিল তাঁকে। ‘আশিকি’ ছবি মুক্তির পরেই গ্ল্যামার দুনিয়ায় রাতারাতি জনপ্রিয়তা পান অনু আগরওয়াল।
advertisement
1/8

এক ছবি দিয়েই গোটা দেশ চিনেছিল তাঁকে। ‘আশিকি’ ছবি মুক্তির পরেই গ্ল্যামার দুনিয়ায় রাতারাতী জনপ্রিয়তা পান অনু আগরওয়াল। ৯০-এর দশকের এই ছবি ছিল সুপারহিট। কিন্তু সেই তুমুল জনপ্রিয় নায়িকার জীবনে তছনছ করে দেয় একটি অ্যাকসিডেন্ট।
advertisement
2/8
মাত্র ২১ বছর বয়সে বলিউডে পা রাখেন অনু আগরওয়াল৷ প্রথম ছবি সুপারহিট। অনু আগরওয়াল, রাহুল রয় অভিনীত আশিকির গান তখন সকলের মুখে মুখে।
advertisement
3/8
প্রথম ছবি দিয়েই বলিউডে খ্যাতি পান অনু। যদিও নায়িকা সেই সাফল্য ধরে রাখতে পারেননি। নায়িকার জীবনে অভিশাপের মতো ঘটেছিল অ্যাকসিডেন্ট। ১৯৯৯ সালে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন অভিনত্রী।
advertisement
4/8
এতটাই জখম হয়েছিলেন নায়িকা, যে কিছুদিনের জন্য কোমায় চলে যান৷ টানা ২৯ দিন আইসিইউ-তে থাকার পর জ্ঞান ফেরে নায়িকার। দুর্ঘটনার পর বহু স্মৃতি মন থেকে মুছে গিয়েছিল তাঁর।
advertisement
5/8
এক সাক্ষাৎকারে নায়িকা জানান, কোমায় থাকাকালীন ডাক্তারাও ভেবেছিলেন তিনি বোধহয় আর বেশিদিন বাঁচবেন না৷ স্মৃতিশক্তি চলে যাওয়ার পর তিনি নিজের ছবি ‘আশিকি’ দেখেছিলেন৷ কিন্তু কিছুই মনে করতে পারেন নি৷
advertisement
6/8
অভিনেত্রীর জানান, তাঁর মা যখন তাঁকে ছবিটি দেখাচ্ছিল পর্দায় নিজেকে দেখে তাঁর মনে হয়েছিল ওই মেয়েটি কে? নায়িকার মা তাঁকে বারবার বলছিলেন যে পর্দার অভিনেত্রী আসলে তিনি নিজেই৷ এমনকী ততদিনে ‘আশিকি ২’ ও মুক্তি পেয়েছে৷ এই ছবি দেখেও কিছুই অনুভব করতে পারেন নি অনু৷
advertisement
7/8
২০০১ সালে অভিনেত্রী সন্ন্যাস নিয়ে মাথা চুলও কামিয়ে ফেলেছিলেন৷ ২০০৬ সালে মুম্বইতে ফিরে আসেন তবে বলিউডে আর ফেরা হয়নি৷ তারপর ধীরে ধীরে সকলের সঙ্গে দেখা করতে শুরু করেন৷
advertisement
8/8
মুম্বইতে যোগাসনের একটি স্কুলও খুলেছেন, যেখানে দুঃস্থ বাচ্চাদের যোগা শেখান নায়িকা৷ এখনও পর্যন্ত বিয়ে করেননি, বর্তমানে একাই জীবন কাটাচ্ছেন 'আশিকি'-খ্যাত নায়িকা৷