TRENDING:

Bollywood Actress: স্মৃতি নষ্ট! ওই মেয়েটা কে? পর্দায় নিজেকে দেখে নিজেই চিনতে পারেননি ‘আশিকি’ খ্যাত নায়িকা? এই ঘটনাই কাল হল জীবনে

Last Updated:
এক ছবি দিয়েই গোটা দেশ চিনেছিল তাঁকে। ‘আশিকি’ ছবি মুক্তির পরেই গ্ল‍্যামার দুনিয়ায় রাতারাতি জনপ্রিয়তা পান অনু আগরওয়াল।
advertisement
1/8
স্মৃতি নষ্ট! ওই মেয়েটা কে? পর্দায় নিজেকে দেখে চিনতেই পারেননি ‘আশিকি’ নায়িকা
এক ছবি দিয়েই গোটা দেশ চিনেছিল তাঁকে। ‘আশিকি’ ছবি মুক্তির পরেই গ্ল‍্যামার দুনিয়ায় রাতারাতী জনপ্রিয়তা পান অনু আগরওয়াল। ৯০-এর দশকের এই ছবি ছিল সুপারহিট। কিন্তু সেই তুমুল জনপ্রিয় নায়িকার জীবনে তছনছ করে দেয় একটি অ‍্যাকসিডেন্ট।
advertisement
2/8
মাত্র ২১ বছর বয়সে বলিউডে পা রাখেন অনু আগরওয়াল৷ প্রথম ছবি সুপারহিট। অনু আগরওয়াল, রাহুল রয় অভিনীত আশিকির গান তখন সকলের মুখে মুখে।
advertisement
3/8
প্রথম ছবি দিয়েই বলিউডে খ‍্যাতি পান অনু। যদিও নায়িকা সেই সাফল‍্য ধরে রাখতে পারেননি। নায়িকার জীবনে অভিশাপের মতো ঘটেছিল অ‍্যাকসিডেন্ট। ১৯৯৯ সালে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন অভিনত্রী।
advertisement
4/8
এতটাই জখম হয়েছিলেন নায়িকা, যে কিছুদিনের জন্য কোমায় চলে যান৷ টানা ২৯ দিন আইসিইউ-তে থাকার পর জ্ঞান ফেরে নায়িকার। দুর্ঘটনার পর বহু স্মৃতি মন থেকে মুছে গিয়েছিল তাঁর।
advertisement
5/8
এক সাক্ষাৎকারে নায়িকা জানান, কোমায় থাকাকালীন ডাক্তারাও ভেবেছিলেন তিনি বোধহয় আর বেশিদিন বাঁচবেন না৷ স্মৃতিশক্তি চলে যাওয়ার পর তিনি নিজের ছবি ‘আশিকি’ দেখেছিলেন৷ কিন্তু কিছুই মনে করতে পারেন নি৷
advertisement
6/8
অভিনেত্রীর জানান, তাঁর মা যখন তাঁকে ছবিটি দেখাচ্ছিল পর্দায় নিজেকে দেখে তাঁর মনে হয়েছিল ওই মেয়েটি কে? নায়িকার মা তাঁকে বারবার বলছিলেন যে পর্দার অভিনেত্রী আসলে তিনি নিজেই৷ এমনকী ততদিনে ‘আশিকি ২’ ও মুক্তি পেয়েছে৷ এই ছবি দেখেও কিছুই অনুভব করতে পারেন নি অনু৷
advertisement
7/8
২০০১ সালে অভিনেত্রী সন্ন্যাস নিয়ে মাথা চুলও কামিয়ে ফেলেছিলেন৷ ২০০৬ সালে মুম্বইতে ফিরে আসেন তবে বলিউডে আর ফেরা হয়নি৷ তারপর ধীরে ধীরে সকলের সঙ্গে দেখা করতে শুরু করেন৷
advertisement
8/8
মুম্বইতে যোগাসনের একটি স্কুলও খুলেছেন, যেখানে দুঃস্থ বাচ্চাদের যোগা শেখান নায়িকা৷ এখনও পর্যন্ত বিয়ে করেননি, বর্তমানে একাই জীবন কাটাচ্ছেন 'আশিকি'-খ্যাত নায়িকা৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actress: স্মৃতি নষ্ট! ওই মেয়েটা কে? পর্দায় নিজেকে দেখে নিজেই চিনতে পারেননি ‘আশিকি’ খ্যাত নায়িকা? এই ঘটনাই কাল হল জীবনে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল