TRENDING:

Bollywood Actor Nude Photo: পুরুষের যৌন আবেদন! রণবীর ছাড়াও নগ্ন হয়ে ক্যামেরার সামনে এসেছেন বহু বলিউড হিরো

Last Updated:
রণবীর সিং হয়তো তার নগ্ন ছবির জন্য ট্রোলড হচ্ছেন, কিন্তু রণবীরের আগে এমন অনেক বলিউড তারকা আছেন যারা নগ্ন ফটোশুট করে ভক্তদের হৃদয়ের স্পন্দন বাড়িয়েছেন।
advertisement
1/6
পুরুষের যৌন আবেদন! রণবীর ছাড়াও নগ্ন হয়ে ক্যামেরার সামনে এসেছেন বহু বলিউড হিরো
নগ্ন ফটোশ্যুটের কারণে সমস্যায় পড়তে দেখা গিয়েছে অভিনেতা রণবীর সিং। সম্প্রতি মুম্বইয়ের তাঁর বিরুদ্ধে মামলা করেছে একটি এনজিও। শুধু মুম্বই নয়, ইন্দোরেও রণবীরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ উঠেছে। তবে রণবীরই প্রথম অভিনেতা নন যিনি এমন ফোটোশ্যুট করেছেন। তার আগেও অনেক বলিউড অভিনেতা নগ্ন হয়ে, নিজেকে মেলে ধরেছেন ক্যামেরার সামনে৷ নগ্ন ফটোশ্যুট করে ভক্তদের হৃদয়ের স্পন্দন বাড়িয়েছেন এরা সকলে।
advertisement
2/6
রণবীর সিং এই ফটোশ্যুটটি পেপার ম্যাগাজিনের জন্য করেছেন। তাঁকে নানাভাবে পোজ দিতে দেখা গিয়েছে। ছবিগুলি তুলেছেন আশিস শাহ। কেউ কেউ তার সমালোচনা করছেন, আবার কেউ তাঁর এই পদক্ষেপের প্রশংসা করছেন।
advertisement
3/6
৯০এর দশকে একটি নগ্ন ফটোশ্যুট করেছিলেন মিলিন্দ সোমান৷ যার জন্য তিনি এসেছিলেন শিরোনামে। তিনি কিছুদিন আগে আবার গোয়ার সমুদ্র সৈকতে নগ্নভাবে দৌড়ানোর ছবি শেয়ার করেছিলেন, যা নিয়ে খুব হইচই হয়৷ মিলিন্দ সোমনের বিরুদ্ধে মামলাও দায়ের হয়৷ ছবি- @milindrunning// Instagram
advertisement
4/6
এই তালিকায় রয়েছে জন আব্রাহামের নামও। ২০২১সালে তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নগ্ন ছবি পোস্ট করেছিলেন। নিজের ভ্যানিটি ভ্যানের ভেতরেই এই ছবি তুলেছেন তিনি। ক্যাপশনে জন লিখেছেন, 'ওয়ারড্রোবের জন্য অপেক্ষা করছি। তবে এই ছবিতে স্মার্ট ভাবে নিজের পুরুষাঙ্গ বালিশ দিয়ে ঢেকে রাখতে দেখা গিয়েছে জনকে। ছবি- @thejohnabraham/Instagram
advertisement
5/6
বিনোদ খান্নার ছোট ছেলে রাহুল খান্নাও একটি এমন ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে বেশ চর্চা হয়৷ ছবিতে দেখা যাচ্ছে রাহুল সোফায় বসে আছেন। তিনি একটি কুশন দিয়ে তার গোপনাঙ্গ ঢেকে রেখেছেন। গায়ে এক সুতো কাপড় না থাকলেও পায়ে মোজা ও লেদার জুতো রয়েছে তাঁর। ছবি- @mrkhanna/Instagram
advertisement
6/6
রণবীর সিংয়ের নগ্ন ফটোশ্যুটে পরে ট্রোল হচ্ছেন তিনি৷ যদিও রণবীর স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এসব পাত্তা দেন না। তিনি জানিয়েছেন যে তিনি নিজেই বেছে নিতে পারেন তার কী পরা উচিত আর কী নয়। তিনি স্পষ্টভাবে বলেছেন, মানুষের কাজ শুধু কথা বলা। ছবি- @ranveersingh// Instagram
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actor Nude Photo: পুরুষের যৌন আবেদন! রণবীর ছাড়াও নগ্ন হয়ে ক্যামেরার সামনে এসেছেন বহু বলিউড হিরো
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল