Sharad Kapoor: হিরো নন ভিলেন তিনি, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনিকে বিয়ে করেছেন এই বলিউড অভিনেতা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Sharad Kapoor married Jyoti Basu's Grand Daughter: নায়ক হওয়ার পর ফ্লপ, তারপর ভিলেন হয়ে নিজের ক্যারিয়ার সামলেছেন, বিয়ে করেছেন বাংলার দোর্দণ্ডপ্রতাপ মুখ্যমন্ত্রীর নাতনিকে, আজ সুদর্শন অভিনেতা অজ্ঞাতসারে জীবনযাপন করছেন।
advertisement
1/8

শরদ কাপুরকে মনে আছে? হিরো হিসেবে নন, নিজের পরিচয় তৈরি করেছিলেন ভিলেন হিসেবে৷ ১৯৯৬-এ পরিচালক মহেশ ভাটের দস্তক ছবি৷ নায়িকা হিসেবে ছিলেন সুস্মিতা সেন৷ নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা শরদ কাপুর৷ শরদ কাপুর তাঁর ছবির মাধ্যমে যতটা নাম করেন, তার থেকে বেশি রোমাঞ্চকর ছিল তাঁর নিজের জীবনের গল্প৷ শরদ কাপুর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুকে বিয়ে করেছেন।
advertisement
2/8
কলকাতার ছেলে শরদ কাপুর৷ ১৩ ফেব্রুয়ারি ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন তিনি৷ তাঁর বাড়ির সঙ্গে সিনেমার জগতের কোনও যোগাযোগ ছিল না৷ ৯ এর দশকে শরদ তাঁর কেরিয়ারের জন্য মরিয়া ছিলেন৷ অভিনয়ের স্বপ্ন নিয়ে তিনি মুম্বই পাড়ি দেন৷
advertisement
3/8
প্রথমে তিনি পরিবারেরর সকলের কাছে এই কথা জানান৷ তাঁদের সম্মতি নিয়েই তিনি কলকাতার বাইরে পা রাখেন স্বপ্নের পাখা মেলতে৷ শরদ কাপুর তাঁর সংগ্রাম শুরু করেন এবং প্রায় ৬ মাস ধরে প্রতিদিন মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়াতে থাকেন।
advertisement
4/8
প্রায় ৬ মাস কাজ না পেয়ে তিনি ফের ফিরে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু এই সময়ে ঘোরে ভাগ্যের চাকা৷ 'স্বাভিমান' ধারাবাহিকে ছোট্ট একটি চরিত্রে পেয়েছিলেন শরদ কাপুর।
advertisement
5/8
এর পর পরিচালক মহেশ ভাটের নজরে পড়েন শারদ কাপুর। মহেশ ভাট তাঁর ছবিতে শরদ কাপুরকে প্রধান ভূমিকায় অভিনয়ের সুযোগ দেন। ছবির নাম ছিল 'দস্তক'। শরদ কাপুরের সঙ্গে নায়িকা হিসেবে ছিলেন সুস্মিতা সেন।
advertisement
6/8
এরপর ৪৩ গুলি ছবিতে অভিনয় করার পরেও শরদ কাপুর কোনও সাফল্য পাননি। হিরো থেকে ভিলেন হিসেবে কিছুটা কাজ এগিয়েছিল তাঁর৷ কিন্তু সেভাবে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করতে পারেননি শরদ৷
advertisement
7/8
ফিল্মে সেভাবে কাজ এগোচ্ছে না দেখে তিনি রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন৷ যা থেকে ভাল আয় হয় তাঁর৷ এখন তিনি সফল ব্যবসায়ী৷ মুম্বইয়ের পাশাপাশি বেঙ্গালুরুতে রয়েছে তাঁর রেস্তোরাঁ৷
advertisement
8/8
ব্যক্তিগত জীবনে শরদের প্রেমের গল্প ছিল খবরের শিরোনামে। ২০০৮ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুকে বিয়ে করেন শরদ। এখন স্বপরিবারে তাঁরা মুম্বই থাকেন। সম্প্রতি ছিল শরদ কাপুরের জন্মদিন। এ উপলক্ষ্যে বলিউড অভিনেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।