Shah Rukh Khan: আগেই ছেড়েছেন 'মন্নত', স্ত্রী-পুত্রদের নিয়ে থাকছেন ভাড়াবাড়িতে, এবার চরম বিপাকে পড়লেন শাহরুখ খান
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Shah Rukh Khan: প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, কাজ যাতে শুরু হয়, সেই কারণে ইতিমধ্যেই অভিনেতা পরিবার নিয়ে বাংলো ছেড়ে বেরিয়ে এসেছেন। যদিও সেই সংস্কারের কাজে বাধ সেধেছে এক সমাজকর্মী।
advertisement
1/9

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় সাধের মুম্বইয়ের কিংবদন্তি বাংলো মন্নতের কথা তো সকলেই জানেন! চলতি বছর গ্রীষ্মের মরশুমে মন্নত সংস্কারের কাজ হওয়ার কথা রয়েছে। প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, কাজ যাতে শুরু হয়, সেই কারণে ইতিমধ্যেই অভিনেতা পরিবার নিয়ে বাংলো ছেড়ে বেরিয়ে এসেছেন।
advertisement
2/9
যদিও সেই সংস্কারের কাজে বাধ সেধেছে এক সমাজকর্মী। তিনি সংস্কার পরিকল্পনা উল্লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)-এর দ্বারস্থ হয়েছেন। আর অবিলম্বে কাজ বন্ধ করার আর্জি জানিয়েছেন।
advertisement
3/9
বার অ্যান্ড বেঞ্চের তরফে সোমবার জানানো হয়েছে যে, সমাজকর্মী সন্তোষ দৌণ্ডকর এনজিটি-র দ্বারস্থ হয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, মন্নতের সংস্কারের জন্য প্রয়োজনীয় কোস্টাল রেগুলেশন জোন (সিআরজেড)-এর ছাড়পত্র পেতে ব্যর্থ হয়েছেন শাহরুখ খান এবং মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (এমসিজেডএমএ)।
advertisement
4/9
যেহেতু ওই বাংলোটি গ্রেড ৩ হেরিটেজ স্ট্রাকচার, তাই যে কোনও পরিবর্তন করতে গেলে সঠিক অনুমোদনের প্রয়োজন হবে। রিপোর্টে বলা হয়েছে, ছয় তলার ওই বাংলোয় আরও ২টি ফ্লোর সংযোজন করার পরিকল্পনা রয়েছে বলিউড বাদশার।
advertisement
5/9
রিপোর্টে এ-ও দাবি করা হয় যে, তিনি ১২টি ওয়ান বিএইচকে ফ্ল্যাটকে একটি বাড়িতে পরিণত করেছেন। যেটি ব্যবহার করে একটিমাত্র পরিবার।
advertisement
6/9
এদিকে নিজের দাবির সমর্থনে প্রমাণ পেশ করার জন্য দৌণ্ডকরকে নির্দেশ দিয়েছে এনজিটি। বিচারবিভাগীয় সদস্য দীনেশ কুমার সিং এবং এক্সপার্ট মেম্বার বিজয় কুলকার্নি বলেন, “যদি প্রজেক্ট প্রোপোনেন্ট অথবা এমসিজেডএমএ-র দ্বারা কোনও নিয়ম লঙ্ঘন হয়ে থাকে, তাহলে চার সপ্তাহের মধ্যে দৌণ্ডকরকে প্রামাণ্য নথি পেশ করতে হবে। যদি তিনি সেটা করতে না পারেন, তাহলে তাঁর আবেদন খারিজ হয়ে যাবে।” আগামী ২৩ এপ্রিল এনজিটি-তে ফের শুনানি হবে এই মামলার।
advertisement
7/9
মুম্বইয়ের বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে শাহরুখ খানের সাধের বাংলো মন্নত। আর বলিউড সুপারস্টারের বাসভবনের ঝলক পেতে প্রতিদিন সেখানে ভিড় জমান ভক্তরা।
advertisement
8/9
ফলে বান্দ্রার অভিজাত এলাকায় অবস্থিত এই প্রাসাদোপম বাংলোটি একপ্রকার পর্যটনস্থল হয়ে উঠেছিল। এবার আসা যাক, বলিউড বাদশার পরবর্তী ছবির কথায়।
advertisement
9/9
২০২৩ সালে দুর্ধর্ষ দুটি হিট দিয়েছেন তিনি - ‘জওয়ান’ এবং ‘পাঠান’। বর্তমানে পরিচালক সুজয় ঘোষের ‘কিঙ্গ’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ। শোনা যাচ্ছে, এই ছবিতে থাকতে চলেছেন অভিষেক বচ্চন এবং শাহরুখ-কন্যা সুহানা খানও।