'১৭ বছর সবে আমার, ও যা করেছিল...' যন্ত্রণায় মুষড়ে পড়ে কী বলেন সলমনের প্রাক্তন প্রেমিকা সোমি আলি?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Salman Khan Ex Girlfriend Relationship: চোখে ভিড় করেছিল স্বপ্ন। তবে বড় অভিনেত্রী হওয়ার নয়, প্রেমের। সেই প্রেম কী ভাবে ছারখার করে দিল তাঁর জীবন, সোমি বুঝতে পারেন পরে।
advertisement
1/8

১৯৯০ সাল। ১৭ বছর বয়সে বলিউডে পা রেখেছিলেন পাকিস্তানের কন্যা সোমি আলি। চোখে ভিড় করেছিল স্বপ্ন। তবে বড় অভিনেত্রী হওয়ার নয়, প্রেমের। সেই প্রেম কী ভাবে ছারখার করে দিল তাঁর জীবন, সোমি বুঝতে পারেন পরে। অনেকেই জানেন, তিনি বলিউডের 'ভাইজান' সলমন খানের প্রাক্তন প্রেমিকা ছিলেন। সলমনের বিরুদ্ধে সোমির ভয়াবহ অভিযোগ চমকে দিয়েছিল সবাইকে।
advertisement
2/8
সোমি জানান, ভালবাসতে চেয়েছিলেন যেমন, ভালবাসা পেতেও চেয়েছিলেন। ৩১ বছর পর এক সাক্ষাৎকারে সোমি জানান, তিনি এখন ভাল আছেন। অনুতাপ নেই। তবে বলিউডে এসে তাঁকে যা সহ্য করতে হয়েছিল, ভাবলে এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে তাঁর। তাঁর কথায়, আমার বয়স তখন মাত্র ১৭ বছর। জানতামই না আমায় ব্যবহার করা হচ্ছিল কী ভাবে!"
advertisement
3/8
সোমি জানান, তাঁর প্রাক্তন তাঁকে বলেছিলেন, বলিউডে একমাত্র পুরুষরাই যত খুশি প্রেম করতে পারে, এক রাতের জন্য সঙ্গী বাছতে পারে। মেয়েরা নয়। এতে অবাক হয়েছিলেন তিনি। গন্ধ পান বিশ্বাসঘাতকতার।
advertisement
4/8
সোমির অভিযোগ, শুধু মানসিক নয়, শারীরিক নির্যাতন করেছেন সলমন। তাঁর প্রতি সেই অত্যাচার সীমা ছাড়িয়েছিল। ১৯৯৯ সালে সলমনের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর পাকিস্তানে ফিরে যান সোমি। সলমন এর পর ঐশ্বর্য রাইয়ের সঙ্গে প্রেম করা শুরু করেন।
advertisement
5/8
নির্দিষ্ট ঘটনার কথা স্মরণ করে, সোমি একটি মুহূর্ত বর্ণনা করেছিলেন যখন সলমন তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করছিলেন। গৃহ সহায়িকা দরজায় ঘা দিয়ে থামানোর চেষ্টা করেছিলেন। আর একবার অভিনেত্রী তব্বুও সোমির উপর সলমনের অত্যাচারের কথা বলতে বলতে কেঁদে ফেলেছিলেন।
advertisement
6/8
কোমরে অসহ্য ব্যথা নিয়ে বিছানায় পড়েছিলেন তখন সোমি। তব্বু দেখতে এসে চমকে ওঠেন। এদিকে সলমন খোঁজও নেননি। সোমি আরও বলেন, একমাত্র তাঁর মা এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুই সলমনের সঙ্গে তাঁর প্রকৃত অভিজ্ঞতার কথা জানতেন। বর্তমানে একটি বই লিখছেন সোমি। সেখানে সলমনের সঙ্গে তাঁর অতীত অভিজ্ঞতার অনেক কথাই বর্ণনা করে যেতে চান।
advertisement
7/8
সোমিকে প্রশ্ন করা হয়েছিল, সঙ্গীতা বিজলানি বা ক্যাটরিনা কাইফের মতো প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে সলমন এত ভাল বন্ধুত্ব বজায় রাখেন যেখানে, তাঁর সঙ্গে কথা নেই কেন? সোমির জবাব, "আমার সঙ্গে সলমনের যা হয়েছিল তা কারও সঙ্গে হয়নি যে! আমি যা সহ্য করেছি তার অর্ধেকও সঙ্গীতা বা ক্যাটরিনাকে নিতে হয়নি।"
advertisement
8/8
বর্তমানে সোমি একটি NGO চালান, যার নাম No More Tears, এই সংস্থা গার্হস্থ হিংসা, নারী নির্যাতন এবং মানবপাচার রুখতে সক্রিয় ভাবে কাজ করে চলেছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রযোজক, লেখক, পরিচালক ও অভিনেতা হিসেবেও কাজ করছেন সোমি। তবে তাঁর জীবনে মুখ্য হয়ে দাঁড়িয়েছিল শান্তির খোঁজ।