Bollywood Actor: ২৫০ টাকা দিয়ে কেরিয়ার শুরু, এখন ছবিতে মুখ দেখালেই আয় কোটি কোটি টাকা, কে এই অভিনেতা?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Bollywood Actor: আপকামিং ছবি 'অ্যানিমাল'-র জন্যই এখন খবরে রয়েছেন রণবীর কাপুর৷ এই সিনেমার জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন রণবীর৷ তবে জানেন কি, এই অভিনেতারই প্রথম বেতন ছিল মাত্র ২৫০ টাকা৷
advertisement
1/5

বলিউড অভিনেতা রণবীর কাপুর সর্বদাই খবরের শিরোনামে থাকেন৷ আপকামিং ছবি 'অ্যানিমাল'-র জন্যই তিনি এখন খবরে রয়েছেন৷ এই সিনেমার জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন রণবীর৷ তবে জানেন কি, এই অভিনেতারই প্রথম বেতন ছিল মাত্র ২৫০ টাকা৷
advertisement
2/5
১৯৯৬ সালে 'প্রেম গ্রন্থ' নামে একটি চলচ্চিত্রে ঋষি কাপুর এবং মাধুরী দীক্ষিত প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিনেমার পরিচালক ছিলেন রাজীব কাপুর এবং তাকে অ্যাসিস্ট করেছিলেন রণবীর কাপুর। এই কাজের বিনিময়ে, অভিনেতা পারিশ্রমিক হিসাবে ২৫০ টাকা পেয়েছিলেন, যা তিনি তার মা নীতু কাপুরকে দিয়েছিলেন। আজ এই অভিনেতার পারিশ্রমিক আকাশছোঁয়া৷
advertisement
3/5
রণবীর কাপুরের পুরো পরিবারই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। ২০০৭ সালে'সাওয়ারিয়া' ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন অভিনেতা৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, রণবীর কাপুর 'অ্যানিমাল' ছবির জন্য ৭০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। সন্দীপ রেড্ডি পরিচালিত, ছবিটি চলতি বছর ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
advertisement
4/5
গত ১৭ বছরে কোটি কোটি টাকার সম্পত্তি হয়েছে রণবীরের। সূত্রের খবর, রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ৩৩০ কোটি টাকা। ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও প্রচুর আয় করেন রণবীর। এছাড়াও ছবি থেকেও মোটা টাকা আয় করেন অভিনেতা৷
advertisement
5/5
রণবীর কাপুরের বান্দ্রায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন৷ যার দাম প্রায় ৩৫ কোটি টাকা৷ ফ্ল্যাটের পুরো ডিজাইন করেছেন গৌরী খান৷ অভিনেতার সংগ্রহে রয়েছে একাধিক দামি ও বিলাসবহুল গাড়ি। তাঁর ২.৪৭ কোটি টাকা মূল্যের একটি Audi R8 V10 এবং ২.০৪ কোটি মূল্যের একটি Mercedes Benz G63 AMG রয়েছে ৷ এছাড়াও রণবীর কাপুরের কাছে রেঞ্জ রোভার স্পোর্ট এবং অডি A8 গাড়ি রয়েছে, যার দাম ১.৫১ কোটি এবং ১.১২ কোটি টাকা।